মান্না দে’র অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট

Home Page » বিনোদন » মান্না দে’র অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট
রবিবার, ১৪ জুলাই ২০১৩



mdea.jpegবঙ্গ-নিউজ ডটকম:নয়াদিল্লি: বাংলা তথা ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি শিল্পী মান্না দে’র কলকাতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হল ৩০ লক্ষ টাকা। শুধু তাই নয় শিল্পীর অসুস্থতার সুযোগ নিয়ে উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে স্টেট ব্যাঙ্কের লকার থেকেও সরিয়ে নেওয়া হয়েছে শিল্পীপত্নী প্রয়াত সুলোচনাদেবীর সোনার গয়না ও বহুমূল্যবান হাতঘড়ি।এ ঘটনায় প্রধান অভিযুক্ত করা হয়েছে শিল্পীরই ভাইপো তড়িৎ দে’কে। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর এ অভিযোগ তুলে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বেঙ্গালুর থেকে লালবাজারের কর্তাদের কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন শিল্পীর ছোট মেয়ে সুমিতা দেব।

এ অভিযোগের ভিত্তিতে মান্না দে’র ভাইয়ের ছেলেকে অভিযুক্ত করে জোরদার তদন্ত শুরু করেছে গিরিশ পার্ক থানার পুলিশ। মান্না দে’র মতো একজন প্রবাদপ্রতিম শিল্পীর অসুস্থতার সুযোগে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (নং: ৩০৩৭৭২৫৬১০০) থেকে টাকা হাতানোর এ অভিযোগ জানাজানি হতেই রাজ্য প্রশাসন ও শিল্পীমহলে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।

গিরিশ পার্কের মদন ঘোষ লেনে থাকেন মান্না দে’র পরিবারের সদস্যরা। পারিবারিক সূত্রে জানা গেছে, মান্না দে কয়েক বছর আগে কলকাতা ছেড়ে বেঙ্গালুরে মেয়ে সুমিতা ও জামাই জ্ঞানরঞ্জন দেবের কাছে চলে গেলেও বিবেকানন্দ রোডের জয়েন্ট অ্যাকাউন্টটি বন্ধ করেননি। বিভিন্ন সময়ে ঐ অ্যাকাউন্ট চালু রাখার জন্য ভাইপো তড়িৎ দে’র কাছে তিনি টাকাও পাঠাতে বলে জানিয়েছেন জামাই জ্ঞানরঞ্জন।

বিভিন্ন মডেলের মূল্যবান হাতঘড়ি পছন্দ করেন শিল্পী। তাই দেশ-বিদেশে অনুষ্ঠান করতে গিয়ে হাতঘড়ি নিয়ে আসতেন তিনি। সে সমস্ত ঘড়িও তিনি রেখেছিলেন বিবেকানন্দ রোডের ঐ ব্যাঙ্কের লকারে।

এরই মধ্যে প্রায় ৫৬ দিন আগে অসুস্থ হয়ে পড়েন মান্না দে। সঙ্কটজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় বেঙ্গালুরের একটি বেসরকারি নার্সিংহোমের আইসিসিইউতে। এখনও পর্যন্ত তিনি আইসিইউতেই রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:২৫:৪৫   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ