চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু রোববার

Home Page » প্রথমপাতা » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু রোববার
শনিবার, ২৬ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা রোববার শুরু হচ্ছে। ‘বি’ ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদের এক হাজার ২২১টি আসনের জন্য লড়বেন ৪২ হাজার চার ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ৩৪ জন।

এদিকে, পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশ্ন ফাঁস ও জালিয়াতি ঠেকাতে গতবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ও বিকেল দুই শিফটে পরীক্ষা নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম সমকালকে বলেন, ‘পরীক্ষা গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’

এ ছাড়া ‘এ’ ইউনিটের পরীক্ষা ২৯ অক্টোবর, ‘সি’ ইউনিটের পরীক্ষা ৩০ অক্টোবর, ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর এবং ‘বি১’ ও ‘ডি১’ দুই উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।

র‌্যাগিংয়ের দায়ে ৩ শিক্ষার্থী আটক : চবির ভর্তি পরীক্ষার্থীকে র‌্যাগিং দেওয়ার অপরাধে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর এলাকার একটি দোকান থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটকরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের আরাফাত রহমান, ইতিহাস বিভাগের প্রথম বর্ষের জিহাদ হোসেন ও একই বর্ষের লোক প্রশাসন বিভাগের আরশিল আজীম নীলয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১:৪৪:১২   ৬২৪ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ