টঙ্গীতে একটি ঝুট কাপড়ের গুদামে আগুন লেগে পুড়ল ২৫ দোকান

Home Page » প্রথমপাতা » টঙ্গীতে একটি ঝুট কাপড়ের গুদামে আগুন লেগে পুড়ল ২৫ দোকান
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃগাজীপুরের টঙ্গীতে একটি ঝুট কাপড়ের গুদামে আজ বৃহস্পতিবার আগুন লাগার ঘটনায় প্রায় ২৫টি দোকান পুড়েছে। ভোর পাঁচটার দিকে টঙ্গীর মিলগেট এলাকার মিলবাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। |

স্থানীয় এলাকাবাসী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ একটি বিকট আওয়াজ হয়। তাঁরা ঘর থেকে বের হয়ে দেখেন ঝুট কাপড়ের গুদামে আগুন জ্বলছে। ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। পরে এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে সেখানকার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এনামুল নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঝুট গুদামের পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে বিকট আওয়াজ হয়। সেখান থেকে একটি আগুনের ফুলকি ঝুটের গুদামে পড়লে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ছড়িয়ে অন্যান্য গুদামে। এ সময় আমরা আগুনের ভয়াবহতা দেখে ফায়ার সার্ভিসে খবর দিই।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে টঙ্গীর চারটি ও রাজধানী উত্তরার তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে সাড়ে পাঁচটার দিকে আসি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের (ফায়ার সার্ভিসের) দুজন কর্মী আহত হন। হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সকাল পৌনে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এখনো গুদামে অল্প আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করছেন। কয়েকজন গুদামের মালিক অবশিষ্ট মালামাল সরিয়ে নিচ্ছেন।

পুড়ে যাওয়া একটি দোকানের মালিক মো. জামাল বলেন, এখানে আগেও কয়েকবার বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটেছে। এ নিয়ে একাধিকবার বিদ্যুৎ অফিস জানানোর পরও কোনো কাজ হয়নি। তা ছাড়া রাস্তা বন্ধ করে ট্রাক স্ট্যান্ড করায় ফায়ার সার্ভিসের কর্মীরাও সময় মতো আসতে পারেনি। আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেল।

বাংলাদেশ সময়: ১১:১৮:০৫   ৬৫৯ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ