শরীয়তপু‌রে ক‌থিত সাংবা‌দি‌কের ছড়াছ‌ড়ি, আটক ২

Home Page » প্রথমপাতা » শরীয়তপু‌রে ক‌থিত সাংবা‌দি‌কের ছড়াছ‌ড়ি, আটক ২
শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শরীয়তপু‌রে দুই ক‌থিত সাংবাদিক‌কে আটক ক‌রে‌ছেন ব্যবসায়ীরা। প‌রে তা‌দের পুলি‌শের কাছে সপর্দ ক‌রে‌ছেন তারা।

বৃহস্প‌তিবার (১৭ অক্টোবর) বি‌কে‌ল সা‌ড়ে ৫টার দি‌কে তাদের আটক করা হয়। প‌রে রাত ১১টার দি‌কে তা‌দের বিরু‌দ্ধে চাঁদাবা‌জি মামলা হ‌য়ে‌ছে।

আটককৃতরা হলেন, শরীয়তপুর সদর উপ‌জেলার দ‌ক্ষিণ বালুচড়া গ্রা‌মের মো. জামাল শে‌খের ছে‌লে মঞ্জুরুল ইসলাম র‌নি (৩২) ও বা‌ঘিয়া গ্রা‌মের মৃত হারুন শে‌খের ছে‌লে ‌শেখ নজরুল ইসলাম (৩০) । র‌নির কা‌ছে সিএনএন বাংলা টি‌ভি ও নজরুলের কা‌ছে দৈ‌নিক প্রভা‌তী খবরের কার্ড পায় পু‌লিশ।

পুলিশ ও ব্যবসায়ীরা জানায়, বৃহস্প‌তিবার দুপুর ১টার দি‌কে শরীয়তপু‌রের গোসাইরহাট উপ‌জেলার না‌গেরপাড়া বাজা‌রে গি‌য়ে সাংবাদিক পরিচয়ে ওই দুই ব্যক্তি দশ হাজার টাকা চাঁদা দা‌বি ক‌রে মু‌দি ব্যবসায়ী মো. মিঠু সিকদারের কা‌ছে। প‌রে তা‌দের হা‌তে ছয় হাজার টাকা দি‌য়ে ‌দোকা‌নে আট‌কে রে‌খে মোবাইল ফো‌নে গোসাইরহাট নির্বাহী অফিসারকে (ইউএনও‌) জানান ব্যবসায়ীরা। ইউএনও পু‌লিশ‌কে বিষয়‌টি জানা‌লে পু‌লিশ বি‌কেল সা‌ড়ে ৫টার দি‌কে তা‌দের আটক ক‌রে গোসাইরহাট থানায় নি‌য়ে যায়। এ ঘটনায় রাত ১১টার দি‌কে তাদের বিরু‌দ্ধে উক্ত থানায় চাঁদাবা‌জি মামলা করা হয়।

‌না‌গেরপাড়া বাজার মু‌দি ব্যবসায়ী ‌মো. মিঠু শিকদার ব‌লেন, দুপুর ১টার দি‌কে দুইজন ব্য‌ক্তি মু‌দি দোকানে এসে আমার কা‌ছে প‌লি‌থিন চায়। আমার দোকা‌নে মু‌দি মাল ‌বি‌ক্রি করার জন্য যে প‌লিথিন রা‌খি তা‌দের তা দেখাই। তখন তারা ব‌লেন, আপ‌নি প‌লি‌থি‌নের ব্যবসা ক‌রেন আপনা‌কে থানায় নি‌য়ে যাব। আমি ব‌লি আপনারা ব‌সেন বাজারের ব‌নিক স‌মি‌তির সভাপ‌তি ও সাধারণ সম্পাদক‌কে ডে‌কে আনি। ডাক‌তে গে‌লে আমার বাবা‌কে (মন্টু সিকদার) দোকা‌নের পিছ‌নে ডে‌কে নি‌য়ে সাংবা‌দিক প‌রিচয় দি‌য়ে ১০ হাজার টাকা দা‌বি ক‌রেন তারা। বাবা তা‌দের ছয় হাজার টাকা দেয় এবং তা‌দের দোকা‌নে বস‌তে ব‌লেন। তখন আমি এসে মোবাইল ফো‌নে ইউএনও‌কে বিষয়‌টি জানাই। প‌রে থানা পু‌লিশ এসে তা‌দের নি‌য়ে যায়।

অতিরিক্ত পু‌লিশ সুপার (‌গোসাইরহাট সা‌র্কেল) মোহাই‌মিনুল ইসলাম জানান, চাঁদাবা‌জির দা‌য়ে সাংবা‌দিক প‌রিচ‌য়ে দুইজন‌কে আটক করে পু‌লিশ। আটকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হ‌য়ে‌ছে। মামলার বাদি মু‌দি ব্যবসায়ী। আজ আটক‌দের জেল হাজ‌তে পাঠা‌নো হ‌বে।

শরীয়তপু‌রের বি‌ভিন্ন পেশাদার সাংবা‌দি‌ক‌দের মাধ্য‌মে জানা গে‌ছে, দীর্ঘ‌দিন যাবৎ জেলায় কিছু ক‌থিত মি‌ডিয়ার ও অনলাই‌নের নাম ব্যবহার ক‌রে সাংবা‌দিক প‌রিচয় দি‌য়ে বি‌ভিন্ন অপকর্ম ক‌রছে ‌কিছু যুবক। য‌দিও তথ্য প্রমা‌ণের কার‌ণে তা‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নি‌তে পা‌রে‌নি প্রশাসন। এতে ক‌রে পেশাদার সাংবা‌দিক‌দের সুনাম নষ্ট হ‌চ্ছে। তাই এসব কথিত সাংবা‌দিক প‌রিচয়দানকারী‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহ‌ণের দাবি জা‌নি‌য়ে‌ছেন পেশাদার সাংবা‌দিক‌রা।

বাংলাদেশ সময়: ১১:৫১:৩৪   ৭০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ