আবরার ফাহাদ- গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » আবরার ফাহাদ- গুলশান আরা রুবী
শনিবার, ১২ অক্টোবর ২০১৯



কবি  গুলশান আরা রুবী
তুমি তো চলে গিয়েছো
এই নিষ্ঠুর পৃথিবী থেকে
ভালোই হয়েছে তবে দোয়া করি পরো পারে থেকো তুমি জান্নাতের বাগানে।
তুমি না হয় হলে শহীদ
যে দেশের জন্য দিয়েছিলো তিরিশ লক্ষ মানুষ দিয়েছিলো প্রাণ স্বাধীনতা জন্য
তুমি ও না হয় দিলে।
আজ সে দেশে স্বাধীনতা বলে কিছুই নেই
এ প্রমাণ হাজার বার হয়েছে
কিন্তু ন্যায্য বিচার আজও পায়নি কেউ।
আজ যে দেশকে ভালোবেসে কথা বলে তারাই হয় গুম
তারাই হয় খুন
কত মায়ের অশ্রু ভেজা নয়নে আর কত ঝরবে জল।
কবে পাবে এই স্বাধীনতার মুক্তির পথ
স্বাধীন দেশ হ’য়েও নেই কোন স্বাধীনতা
ভালো মানুষের জন্য হয় আমার দুঃখ সমবেদনা।
সেই মায়ের দেশে হচ্ছে আবরারের মতোন কত মায়ের বুক খালি
আমার মায়ের দেশের
আর কত ভাই বোনের
শুনতে হবে এই আত্মচিৎকার খানি
নিজের সার্বভৌমত্বের জন্য আর কত হবে প্রাণের বলিদান।
যে দেশে বাস করি সে দেশ যে আমার মায়ের।
সেখানে আজ মায়ের আঁচল  রক্তের হয় লাল
হৃদয়ের মাঝে কত ঢেউ উঠে দিয়ে যায় জ্বালিয়ে ছারখার।
অঙ্গে অঙ্গে আঘাতে ব্যথার যন্ত্রণা
সয়ে যাই তবুও রাক্ষসীরা শান্ত হয়নি
আর দেখতে পাও নি ভোরের আলো
কি দোষ ছিলো বল আজ সে ও তোমাদের ভাই হতে পারতো তোমাদের ছেলেও হতে পারতো তোমাদের বাবা হতে পারতো।তোমাদের কি একবার ও হৃদয়টা কাঁদলো না
কেন একটি মায়ের বুক খালি করলে সে তো ছিলো তোমাদের  মতই।
তবে কেন এত হিংসা কেন এত প্রতিঘাত
যদি কোন দোষ থেকে থাকে তবে আইন আছে
তোমরা কেন আইন নিজের হাতে তুলে নিভে।
তার জন্যই কি তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিলো তোমরা যাতে স্বাধীন ভাবে বাঁচতে পারো
বাংলার মাটিতে,
আজ কি তাদের রক্তের বিনিময়ে এ পরিনাম।
তোমাদের কোন বোধগম্য নেই। আর থাকবেই কেমন করে
আসলে যে যে শিক্ষা পায় সেটা তার আদত হয়ে যায়।
তবে কথায় আছে তুমি যা করে যাবে
তোমার ও এ দিন একদিন আসবে
তখন তুমি ও কাউকে পাবে না।
আজ তোমাদের মত মানুষ গুলো পশুর চাইতে ও খারাপ বলতে ঘৃণা করে।
তবে এর ফল একদিন পাবে সে দিন আর বেশী দূরে নয় অতি  সন্নিকটে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:০২   ৫২৯ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ