১৯তম বারের মতো ৫ উইকেট পেলেন আরাফাত সানি

Home Page » ক্রিকেট » ১৯তম বারের মতো ৫ উইকেট পেলেন আরাফাত সানি
শনিবার, ১২ অক্টোবর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ ফতুল্লায় প্রথম স্তরের ম্যাচে ঢাকা বিভাগের চেয়ে ৬৭ রানে পিছিয়ে রাজশাহী। একই স্তরের আরেক ম্যাচে খুলনা বিভাগের বিপক্ষে রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ১৬৯ রান। এদিকে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম বিভাগের চেয়ে ২২৪ রানে পিছিয়ে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে চট্টগ্রামের ২৯০ রানের জবাবে ২ উইকেটে ৬৬ রান নিয়ে দিনশেষ করেছে ঢাকা মেট্রো। একই স্তরের আরেক ম্যাচে, বরিশাল বিভাগের বিপক্ষে সিলেটের সংগ্রহ ৩ উইকেটে ৬৮ রান।

মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন দেখা গেলো ভিন্ন আবহাওয়া। প্রথম দিনে দফায় দফায় বৃষ্টির বাগড়ায় খেলা হয়েছে পন্ড। তবে এদিন রৌদ্র্যজ্বল আবহাওয়াকে সঙ্গী করে, আগের দিনের ৩ উইকেটে ১৪৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন চট্টগ্রামের তাসামুল আর পিনাক।

ব্যক্তিগত ৩২ রানে ফেরেন পিনাক। এরপর তাসামুল আর মাহিদুলের পার্টনাশিপে আসে ৬৭। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২১তম অর্ধশত করে তাসামুল কাটা পড়েন নার্ভাস নাইন্টিতে।

দৃশ্যপটের বাকি গল্পে ঢাকা মেট্রোর একজন আরাফাত সানির। তার ঘূর্ণিজাদুতে ১৫ রানে শেষ ৫ উইকেট হারায় অতিথিরা। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৯তম বারের মতো ৫ উইকেট তোলা সানির বোলি ফিগার ৮৭ রানে ৬ উইকেট। চট্টগ্রাম থামে ২৯০ রানে।

জবাব দিতে নেমে নড়বড়ে শুরু ঢাকা মেট্রোর। দলীয় ২২ রানেই তারা হারায় দুই ওপেনার সাদমান আর রাকিনকে। তবে শুভ আর মার্শাল আউয়ুবের ব্যাটে স্বস্তিতেই দিন শেষ করে ঢাকা মেট্রো।

তবে বৃষ্টির বাগড়া ছিলো বরিশাল-সিলেট ম্যাচে। দ্বিতীয় দিনে খেলা হয়েছে মোটে ৩১ ওভার। তাতে ৬৮ রান তুলতেই তিন উইকেট খুইয়েছে সিলেট। ৩২ রানে অপরাজিত জাকির হাসান। ১৩ রানে ২ উইকেট শিকার রাব্বির।

বাংলাদেশ সময়: ১:০৪:১০   ৭২৩ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ