খুচরা বাজারে পেঁয়াজের দাম কমছে

Home Page » অর্থ ও বানিজ্য » খুচরা বাজারে পেঁয়াজের দাম কমছে
শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ খুচরা বাজারে পেঁয়াজের দাম কমছে। ফলে সাধারণ ক্রেতারা এখন ভারতীয় পেঁয়াজ ৭৫-৮০ টাকা, দেশি হাইব্রিড জাত ও মিয়ানমারের পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে কিনতে পারছেন। অবশ্য দেশীয় পেঁয়াজের দাম ততটা কমেনি, প্রতি কেজি এখনো ৯০-৯৫ টাকা।

এদিকে পাইকারি বাজারে আবারও দাম বাড়ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার পাইকারি ব্যবসাকেন্দ্র শ্যামবাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকার বেশি দরে বিক্রি হয়েছে, যা কয়েক দিন আগে ৫৫ টাকায় নেমেছিল বলে জানান ব্যবসায়ীরা।

অন্যদিকে দেশি হাইব্রিড জাতের পেঁয়াজ কেজিপ্রতি ৭২ টাকার আশপাশে বিক্রি হয়েছে। এই দরও কয়েক দিন আগের তুলনায় কেজিতে ৪-৫ টাকা বেশি। একই হারে বেড়ে মিয়ানমারের পেঁয়াজ ৬০-৬২ টাকায় বিক্রি হয় বলে জানান বিক্রেতারা।

শ্যামবাজারের নবীন ট্রেডার্সের মালিক নারায়ণ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ আবার কম। মাঝখানে বেড়েছিল। এতে দামও কমেছিল। তিনি বলেন, বেশ কিছু পেঁয়াজ পচে গেছে। যে কারণে ৫ হাজার টাকা বস্তার পেঁয়াজ এখন ১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

ভারত নিজেদের বাজার সামাল দিতে গত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে। এরপর দেশে লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৯০ টাকায় ওঠে। সেরা মানের দেশি পেঁয়াজ ১২০ টাকাও চেয়েছিলেন ব্যবসায়ীরা। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাম্প্রতিক ভারত সফরে পেঁয়াজের বিষয়টি তুললে আগে ঋণপত্র খোলা পেঁয়াজ রপ্তানির সুযোগ দেয় ভারত।

এদিকে ভারতে পেঁয়াজের দাম আরও বেড়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক খবর বলছে, গত মঙ্গলবার মহারাষ্ট্রের নাসিকের লাসালগাঁও পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৮০ রুপিতে উঠেছে। কারণ, স্থানীয় কৃষকেরা রপ্তানি বন্ধ ও মজুতে বিধিনিষেধের প্রতিবাদে নিলাম বর্জন করেছিলেন। এদিকে ভারতীয় পত্রিকাগুলো জানাচ্ছে, দেশটির সরকারি একটি সংস্থা পেঁয়াজ আমদানির জন্য ২ হাজার টনের একটি দরপত্র আহ্বান করেছে।

বাজারে ডিমের দাম তেমন কমছে না। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১১০-১১৫ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। এই দর সাধারণত ৯০-১০০ টাকার মধ্যে থাকে। যদিও এটা গত সপ্তাহে ১২০ টাকায় উঠেছিল।

এ ছাড়া বাজারে চাল, ডাল, চিনি, ভোজ্যতেল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে তেমন কোনো হেরফের নেই। বেড়েছে সবজির দাম। বিক্রেতারা জানান, এখন বেশির ভাগ সবজির দাম কেজিপ্রতি ৫০ থেকে ৭০ টাকা। যা আগের চেয়ে কেজিতে ১০-১৫ টাকা বেশি।

বাংলাদেশ সময়: ১০:৪৫:২৫   ৫৮৪ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ