রাজধানীতে ডিবি পরিচয়ে টাকার ব্যাগ ছিনতাই

Home Page » প্রথমপাতা » রাজধানীতে ডিবি পরিচয়ে টাকার ব্যাগ ছিনতাই
শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে নাইমুর রহমান (২৭) নামের এক ব্যবসায়ীর টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। জানা গেছে প্রথমে ডিবি পরিচয় দিয়ে ব্যবসায়ী নাইমুরকে বহনকারী ব্যক্তিগত গাড়ির গতিরোধ করে ছিনতাইকারীরা। এরপর নাইমুরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে তাঁর সঙ্গে থাকা প্রায় কোটি টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় পল্টন থানার টহল পুলিশ এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। তবে পালানোর সময় টাকার ব্যাগসহ সোহাগ নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ। অন্যরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নাইমুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে তিন ছিনতাইকারী গুলিস্তানের জিরো পয়েন্টে ব্যবসায়ী নাইমুরকে বহন করা ব্যক্তিগত গাড়ির গতিরোধ করে। ছিনতাইকারীরা নাইমুরকে গাড়ি থেকে নামিয়ে তাঁদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটায়। নাইমুরের চিৎকারে পল্টন থানার টহল পুলিশ এগিয়ে গেলে দুই ছিনতাইকারী নাইমুরের কাছ থেকে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ আরেকটি ব্যাগে ২৫ লাখ ৮৯ হাজার টাকা নিয়ে পালানোর সময় সোহাগ নামের এক ছিনতাইকারীকে আটক করে। নাইমুর পুলিশের কাছে বলেছে, দুই ব্যাগে তাঁর ১ কোটি ২০ লাখ টাকা ছিল। এরপর তিনি অচেতন হয়ে যান। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘হাতেনাতে আটক ছিনতাইকারী সোহাগকে নিয়ে তাঁর সহযোগীদের গ্রেপ্তার এবং বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’

বাংলাদেশ সময়: ১:১৮:৫৪   ৪৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ