শিশু সায়মা হত্যা : প্রতিবেদন ২৯ অক্টোবর

Home Page » প্রথমপাতা » শিশু সায়মা হত্যা : প্রতিবেদন ২৯ অক্টোবর
সোমবার, ৭ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃরাজধানীর ওয়ারীতে সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

আজ সোমবার (৭ অক্টোবর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই দিন ধার্য করেন। কিন্তু মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতিবেদন দাখিল না করায় মহানগর হাকিম মাইনুল ইসলাম নতুন তারিখ ধার্য করেন।

গত ৫ জুলাই সন্ধ্যার পর ওয়ারীর একটি বাড়ির ৯ তলায় শিশু সায়মার লাশ পাওয়া যায়। ওই বাড়ির ষষ্ঠতলায় সায়মা তার পরিবারের সঙ্গে থাকতো। লাশ পাওয়ার আগে সে তার মাকে ওপরের তলায় খেলতে যাচ্ছিল বলে জানায়। কিন্তু সে ফিরে না আসায় তার খোঁজ করতে করতে নবম তলায় তার গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

ওই ঘটনায় সায়মার বাবা আবদুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করেন। পুলিশ গত ৭ জুলাই কুমিল্লার তিতাস থানার ডাবরডাঙ্গা এলাকা থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করে। পরদিন হারুন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে সায়মাকে হত্যার দায় স্বীকার করেন।

জবানবন্দিতে হারুন বলেন, ঘটনার এক মাস আগে থেকে খালাত ভাই পারভেজের বাসায় ছিলেন তিনি। ওয়ারীতে যে ভবনে ঘটনা ওই ভবনের সাততলায় পারভেজ থাকেন। ঘটনার আগে ভবনের লিফট দিয়ে নামার সময় সায়মার সঙ্গে তার দেখা হয়। লিফটইে তিনি সায়মার সঙ্গে খারাপ কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন। পরে ছাদ দেখার কথা বলে সায়মাকে ছাদে নিয়ে যান। ছাদে নিয়ে সায়মাকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু সায়মা চিৎকার করতে থাকায় তার মুখ চেপে ধরে ধর্ষণ করেন তিনি।

ধর্ষণের একপর্যায়ে সায়মা নিস্তেজ হয়ে পড়ে। এ সময় ভয় পেয়ে যান হারুন। সায়মার জ্ঞান ফিরলে সে মানুষের কাছে ঘটনা বলে দিতে পারে। এ কারণে তার গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করেন তাকে। পরে সায়মাকে টেনে নিয়ে রান্নাঘরের সিংকের নিচে ফেলা হয়। এরপর পালিয়ে যান হারুন।

বাংলাদেশ সময়: ১৩:৩২:৫৪   ৪৬৬ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ