“নারীকে ব্যবহার করা হচ্ছে ভোট ও ভাতের জন্য “

Home Page » জাতীয় » “নারীকে ব্যবহার করা হচ্ছে ভোট ও ভাতের জন্য “
শনিবার, ১৩ জুলাই ২০১৩



seminarbgbg20130713014956.gifবঙ্গ- নিউজ ডটকমঃ রাজনীতিতে নারীকে হটকেকের মতো ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন উইমেন ফোরাম উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (উজপ্যাব) সভাপতি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।রাজনীতিতে নারীদের অবস্থান ও অবস্থা তুলে ধরে এই নারী প্রতিনিধি বলেন, “রাজনীতিতে নারীকে হটকেকের মতো ব্যবহার করা হচ্ছে। ভোট ও ভাতের জন্য ব্যবহার করা হচ্ছে। প্রকৃত অর্থেই কি তারা কাজের সুযোগ পাচ্ছেন?”

শনিবার সকালে  আয়োজিত সরাসরি প্রচারিত অনলাইন সংলাপে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা ও স্থানীয় সরকারের ক্ষমতায়ন নিয়ে সংলাপটির আয়োজন করা হয় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কনফারেন্স হলে।

নারী প্রতিনিধিদের সমস্যা ও প্রতিকূলতার কথা স্মরণ করিয়ে দিয়ে রাশেদা বলেন, “আমরা হাঁটতে চাই, কিন্তু আমাদের জন্য নতুন নতুন জুতা আবিষ্কার করা হচ্ছে না। বলা হচ্ছে-এটা নাই, সেটা নাই। তাহলে আমরা হাঁটবো কিভাবে?”

রাশেদা বলেন, “আমরা কাজ করতে গিয়ে অজস্র সমস্যার মুখোমুখি হচ্ছি। আমরা নারীরা যারা কাজ করতে যাই, তারা নানা রকম সমস্যায় পড়ি। নারী বা পুরুষ হিসেবে নয়, কাজের সুযোগ চাই।”

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে প্রধানমন্ত্রীর মতো সর্বোচ্চ পর্যায়ের মানুষ একজনকে সমর্থন দিচ্ছেন। তারা বিধি লঙ্ঘন করলে কিছু হয় না। কিন্তু গ্রামের একজন দরিদ্র লোক ডাব চুরি করতে গেলে তাকে অপরাধী হিসেবে বিচার করা হয়। তার তিন মাসের কারাদণ্ড হয়।”

এসময় স্বতন্ত্র রাজনীতির সুযোগ না থাকার প্রসঙ্গটিও স্পষ্ট করেন তিনি।

তিনি বলেন, “এক্ষেত্রে আর্থিক সামর্থ্যের বিষয়টিও রয়েছে। কেন্দ্রগুলোতে অনেকগুলো এজেন্ট দিতে গিয়ে রাজনৈতিক ছত্রছায়ায় যেতে হয়।”

সংলাপে অন্যান্যের মধ্যে অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ ও এ.এইচ.এম. নোমানসহ স্থানীয় সরকারের প্রতিনিধি ও বিশিষ্ট জনেরা।

বাংলাদেশ সময়: ১৬:২০:৩১   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ