বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড !

Home Page » জাতীয় » বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড !
শনিবার, ১৩ জুলাই ২০১৩



1324382096image_1317841026.jpgবঙ্গ-নিউজ ডটকম: বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে দেশে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ৯টায় ৬ হাজার ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উদপাদন হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।এ সময় পর্যন্ত সারা দেশে কোনো লোড শেডিং হয়নি বলেও জানান সাইফুল হাসান।

এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ ৬ হাজার ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল দেশে।

পিডিবির হিসাবে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতা ৮ হাজার ৫৩৭ মেগাওয়াট হলেও মেরামত ও জ্বালানি স্বল্পতার কারণে প্রায়ই দুই হাজার মেগাওয়াটের মতো কম উৎপাদন হয়।
২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছিল, ২০১৩ সালে দেশের বিদ্যুৎ উৎপাদন সাত হাজার মেগাওয়াটে দাঁড়াবে।

পিডিবির হিসাবে বর্তমান সরকারের সময় প্রায় ৩ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে যোগ হয়েছে। তবে চাহিদা ও জোগানের মধ্যে পার্থক্য রয়েই গেছে। ২০১৬ সাল নাগাদ চাহিদা ও জোগানে সামঞ্জস্য আসতে পারে বলে এর আগে আশা প্রকাশ করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২০০৯ সালের ৬ই জানুয়ারি শপথ নেওয়ার পর বর্তমান সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে নানামুখী পরিকল্পনা এবং কর্মকাণ্ড শুরু করে। এরপর শুরু হয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি। চলতি বছরের মে মাস পযন্ত ৬৬টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছে, যেগুলোর উৎপাদন ক্ষমতা ৮ হাজার ৭৪৯ মেগাওয়াট।

বর্তমান সরকারের সময় ৫৫টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে গেছে, যেগুলোর মোট উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৮৭০ মেগাওয়াট।

বাংলাদেশ সময়: ১:৩৯:০৯   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ