‘অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীতাই বাতিল’

Home Page » প্রথমপাতা » ‘অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীতাই বাতিল’
শনিবার, ৫ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদি নির্বাচন। এবারের নির্বাচনে শিল্পীদের নেতা নির্ধারনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইলিয়াস কাঞ্চন। যিনি সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন।

ভোট সুষ্ঠুভাবে যেনো হয় তার জন্য ইতোমধ্যেই নিয়মনীতি বাতলে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত প্রার্থীরা কী ধরণের আচরণ করতে পারবেন, প্রচার প্রচারণায় কতটা অংশ নিতে পারবেন সে বিষয়ে জানানো হয়েছে সকল প্রার্থীকে।

প্রার্থীদের আচরণ বিধিমালার বেশ কিছু নীতিমালা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ে সমকাল অনলাইনের সঙ্গে কথা বলেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, দেখা যায় নির্বাচন উপলক্ষে সমিতির আশপাশে বেশ খাওয়া দাওয়া হয়। ফলে সমিতিতে গ্যাদারিং তৈরি হয়। তাই আমাদের সমিতির যে স্টাডি রুম আর স্টাডি রুমের সামনের জায়গায় সকল প্রার্থীকে জটলা তৈরি হয় এমন কিছু করতে নিষেধ করা হয়েছে। এছাড়াও

নির্বাচন উপলক্ষে দড়ি দিয়ে পোস্টার ব্যানার লাগানো এগুলোও করতে নিষেধাজ্ঞা জারী করেছি।। পোস্টার লাগানোর জন্য একটা নিয়ম করে দিয়েছি। পাশাপাশি আমাদের নির্বাচন কমিশন থেকে দুইটা বোর্ড থাকবে। সে বোর্ডে সকল প্রার্থীদের ছবি সমানভাবে লাগিয়ে দেয়া হবে।

ভোটারদের প্রার্থীরা যেনো কোন প্রকার চাপ বা আর্থিক সহযোগিতা দিয়ে প্রভাবিত না করতে পারে সে দিকেও খেয়াল দিয়েছে কমিশন। ইলিয়াস কাঞ্চন বলেন, নির্বাচনে গুরুতর একটা ব্যাপার হচ্ছে ভোটারকে প্রভাবিত করা। এই যেমন ভোটারদের টাকা-পয়সা বা এটা-সেটা দিয়ে প্রভাবিত করা। এ ধরনের কোন অভিযোগ এলে। সেটা যাচাই বাচাই করে প্রমাণ পাওয়া গেলে তার প্রার্থীতাই বাতিল করা হবে। ’

পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি দিয়ে ভোট চাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও জানালেন তিনি। তবে ভোটারদের কাছে প্রার্থীরা মোবাইল করে ভোট চাইতে পারবেন। তাদের টেক্স করতে পারবেন। মেইল করতে পারবেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, মনে রাখতে হবে এটা শিল্পীদের নির্বাচন। তাও চলচ্চিত্র শিল্পীদের। তাদের নির্বাচনেও যেনো শিল্পের ছাপ থাকে। ’

বাংলাদেশ সময়: ১:০৭:৫৯   ৭৯৬ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ