দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয়

Home Page » খেলা » দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয়
শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ  টানা দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিলো বাংলাদেশ। কাতার ম্যাচের ড্রেস রিহার্সালটা ভালোভাবেই শেষ হলো জেমি ডে বাহিনী’র। ২য় প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। জোড়া গোল করেছেন ডিফেন্ডার ইয়াসিন খান।

আগের ম্যাচে ৪-১’এর জয়, আত্মবিশ্বাস তুঙ্গে তুলে দিয়েছিলো। লাল সবুজের একাদশে তাই তিন পরিবর্তন। ডিফেন্সে বিশ্বনাথের জায়গায় সুশান্ত ত্রিপুরা, আর মাঝমাঠে ইব্রাহীমের জায়গাটা পান আগের ম্যাচের গোল স্কোরার রবিউল। তবে, সবচেয়ে আলোচিত ছিলো আশরাফুল রানার একাদশে না থাকা। গোল পোস্টে শহীদুল আলম সোহেল।

তবে, ভাগ্য সহায় ছিলোনা বাংলাদেশের। ৭ মিনিটেই শেষ সুশান্তের দলে ফেরা। ইনজুরিতে পড়া ত্রিপুরার জায়গায় অভিজ্ঞ রায়হান হাসান।

শুরুতে একটু নড়বরে বাংলাদেশ। আক্রমণে উঠলেও ছিলোনা কোন পরিকল্পনার ছাপ। ফলাফল, ভুটানের ডি বক্সে বার বার খেই হারিয়ে ফেলেন ফরোয়ার্ডরা।

তবে, ২২ মিনিটেই চমক বাংলাদেশের। রায়হানের লম্বা থ্রো, খুঁজে নেয় ইয়াসিন খানকে। অভিজ্ঞ এই ডিফেন্ডারের হেডেই প্রথমবারের মতো এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর ৩০ মিনিটে দুর্দান্ত চান্স পেয়েও হেলায় হারান নাবিব নেওয়াজ জীবন। হেড জরায় সাইড নেটে। পালটা আক্রমণে গোলটা প্রায় পেয়েই গিয়েছিলো ভুটান। কিন্তু ত্রাতা হয়ে বাঁচান সোহেল। প্রথমার্ধ্বে আর সুযোগ পায়নি কোন দল।

বিরতি থেকে ফিরে আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। একাদশে ৬ পরিবর্তন আনেন জেমি ডে। লাল সবুজের আক্রমণে তটস্থ হয়ে উঠে ভুটানিরা।

৫৭ মিনিটে রায়হানের ট্রেড মার্ক থ্রো। বলটা প্রায় জালে চলেই গিয়েছিলো। কিন্তু ভাগ্য ছিলোনা বাংলাদেশের সঙ্গে। ৬০ থেকে ৬৪ মিনিট, আরো ৫ বার বল নিয়ে ভুটানের বক্সে হানা দেয় জামাল-সুফিলরা। কিন্তু জাম্ফেল বাঁধা পার হতে পারেনি তারা।

অবশেষে ৬৫ মিনিটে আর আটকানো যায়নি ইয়াসিনকে। ইব্রাহিমের ক্রস থেকে মাথা ছুঁইয়ে নিজের সঙ্গে দলের জোড়া গোল পূর্ণ করেন এই ডিফেন্ডার। এরপর হ্যাটট্রিকের একটা সুযোগ এসেছিলো ইয়াসিনের সামনে। কিন্তু ভাগ্যের পরিহাস, পা ছোঁয়ানো হয়নি তার।

গোল মিসের মহড়ার ম্যাচেও টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বাংলাদেশ সময়: ১:০৫:১৭   ৫১১ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ