কোটি টাকা হাতিয়ে নেয়ায় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেফতার

Home Page » প্রথমপাতা » কোটি টাকা হাতিয়ে নেয়ায় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেফতার
বুধবার, ২ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ বগুড়ার ধুনটে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুলতান মাহমুদকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে ধুনট সদরের চরধুনট এলাকা থেকে দায়েরকৃত তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার সুলতান মাহমুদ ধুনট সদরপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

জানা গেছে, সুলতান মাহমুদ ২০১৫ সালে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদ নিয়ে রাজনীতিতে প্রবেশ করে। পরবর্তীতে ২০১৭ সালে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদে নির্বাচিত হন। এরপর থেকেই দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, তদবির, নিয়োগ বাজিণ্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন সুলতান মাহমুদ।

মন্ত্রী, এমপি, প্রশাসনিক ও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের নাম ব্যবহার করে পুলিশ কনস্টেবল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণার জাল ফেলে প্রায় অর্ধশত মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। এসব ঘটনায় থানা ও আদালতে পৃথক তিনটি মামলা দায়ের হয়।

এর মধ্যে ধুনট উপজেলার পারনাটাবাড়ি গ্রামের কৃষক আব্দুল মোমিন মুকুলের ছেলে নাসিম উদ্দিনকে রূপালী ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে ২০১৮ সালের ৩০ জুলাই ও ২০১৯ সালের ২৫ মে দুই দফা নগদ ৭ লাখ ৯০ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়। দীর্ঘদিনেও চাকরি না পেয়ে ভুক্তভোগী নাসিম উদ্দিন বাদী হয়ে বগুড়ার আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারক অভিযোগপত্রটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে নির্দেশনা প্রদান করেন।

পরে গত ২৮ জুন ধুনট থানায় মামলাটি রেকর্ডভুক্ত করা হয়।

বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, সুলতান মাহমুদের বিরুদ্ধে তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুলতান মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে সে প্রতারণা করে কত জনের কাছ থেকে কত টাকা হাতিয়ে নিয়েছেন এবং টাকা গুলো কোথায় রয়েছে। এসব বিষয়ে আরও তদন্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:১০:৪৬   ৭২৮ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ