নভেম্বরে বাংলাদেশে আটটি দেশের ইমার্জিং এশিয়া কাপ

Home Page » এক্সক্লুসিভ » নভেম্বরে বাংলাদেশে আটটি দেশের ইমার্জিং এশিয়া কাপ
মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯



ফাইল ছবিবঙ্গ-নিউজঃ আটটি দেশের অংশগ্রহণে নভেম্বর বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট। আগামী ১২ নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, হংকং, আরব আমিরাত এবং ওমান।

জানা গেছে, দুই গ্রুপে আটটি দেশ একে-অপরের বিপক্ষে খেলবে। এ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং ওমান। এই গ্রুপের প্রথম পর্বের খেলাগুলো কক্সবাজারে অনুষ্ঠিত হবে। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত, হংকং এবং আরব আমিরাত। এই গ্রুপ পর্বের খেলাগুলো ঢাকার বিকেএসপিতে অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্বের খেলা শেষে সেমিফাইনাল ম্যাচগুলো মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচও একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে গতকাল সোমবার গণমাধ্যমকে বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার কায়সার আহমেদ।
বলেন, ‘আগামী ১২-২৫ নভেম্বর আমাদের দেশে ইমার্জিং এশিয়া কাপ হবে। ওটার জন্য দল তৈরি করা হবে এইচপি’র মাধ্যমে। এইচপি ক্যাম্প নিয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যারা সুযোগ পেয়েছেন তাদের টেকনিকে যে সমস্যা আছে বিশেষজ্ঞ কোচদের অধীনে সেটি শুধরে নেওয়া, সামনে যে ক্রিকেট মৌসুম আছে সেটির জন্য তৈরি করা। আন্তর্জাতিক ক্রিকেট হোক, ঘরোয়া ক্রিকেট হোক, যত খেলা আছে তার জন্য প্রস্তুত করা। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর পর্যন্ত আমাদের অনুশীলন পর্ব চলবে।’

তিনি আরো বলেন, টুর্নামেন্টের জন্য ঘোষণা করা হবে ১৫ সদস্যের মূল স্কোয়াড। যেখানে ১১ জনকেই হতে হবে অনূর্ধ্ব-২৩ বছর বয়সী। চারজন ক্রিকেটার রাখা যাবে যাদের বয়স ২৩ ঊর্ধ্বে। তবে একাদশে ২৩ বছরের বেশি খেলানো যাবে তিনজন। তারা জাতীয় দলের ক্রিকেটারও হতে পারেন।

বাংলাদেশ সময়: ১২:২৫:২৭   ৬৮৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ