দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

Home Page » খেলা » দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ
মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

 বঙ্গ-নিউজঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আসরে জয়ে ফেরার মিশনে এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ যাত্রায় প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব ব্রুজ। পিএসজির বিপক্ষে ম্যাচের দু:সহ স্মৃতি ভুলতে চায় জিদান শীষ্যরা। বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে। একই সময়ে আরেক ম্যাচে লড়বে আটালান্টা ও শাখতার দোনেৎস্ক।

গেল ১৯ সেপ্টেম্বর। পার্ক দে প্রিন্সেসে লা লিগায় উড়তে থাকা রিয়াল মাদ্রিদকে মাটিতে নামিয়ে এনেছিল প্যারিস সেন্ট জার্মেই। ডি মারিয়ার জোড়া গোলে মাথা তুলে দাঁড়াতেই পারেননি জিদান শীষ্যরা। সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। এ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে শূন্য পয়েন্ট রিয়ালের। যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল দলটির পাশে বড্ড বেমানান।

গেল মৌসুমে ইউরোপ সেরার আসরটা দু;সহ এক অধ্যায় রিয়ালের জন্য। টানা তিনবারের চ্যাম্পিয়নদের যাত্রাটা নক আউট পর্বেই রুখে দিয়েছিলো আয়াক্স। এ মৌসুমে ঘর গুছিয়ে ছন্দে ফিরতে মরিয়া জিদান শীষ্যরা। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। প্রথম ম্যাচে তারাও গ্যালাতাসারের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে। ১ পয়েন্ট নিয়ে বেলজিয়ামের ক্লাবটিও হন্ন হয়ে আছে জয়ের খোজে।

বেলজিয়ামের ঘরোয়া লিগের ১৫ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পাওয়াটা তাই সহজ হবে না রিয়ালের জন্য। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ৪২ ম্যাচে মাত্র আটবার হারের তিক্ততা আছে মাদ্রিদিস্তানদের। তবে, ক্লাব ব্রুজের বিপক্ষে পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে একটু হতাশই হবেন রিয়াল সমর্থকরা। দু’দলই এর আগে ১৯৭৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স ক্লাব কাপে মুখোমুখি হয়েছিলো দু;বার। স্পেনে গোলশূন্য ড্র করলেও, বেলজিয়ামে ক্লাব ব্রুজ জয় পেয়েছিলো ২-০ গোলে।

রিয়ালে এস এখনও ছন্দ খুঁজে পাননি হ্যাজার্ড। এ ম্যাচেও গ্যারেথ বেলকে বসিয়ে রেখে তাকে সুযোগ দিবেন জিদান। ফিরছেন মার্সেলো। শুরুর একাদশে ভিনিসিয়াস জুনিয়র ও লুকাস ভাসকুয়েজের থাকাটাও প্রায় নিশ্চিত করেছেন কোচ। লা লিগায় শেষ ম্যাচে মাদ্রিদ ডার্বিতে গোলশূন্য ড্র করেছে রিয়াল। লিগে শীর্ষস্থান ফিরে পেলেও চ্যাম্পিয়ন্স লিগেও সেটা যে কড়ায় কণ্ডায় বুজে নিতে চান কোচ তা ভালই জানেন ছাত্ররা। লক্ষ্য এখন তাই বেলজিয়াম বাধা পাড়ি দেয়া।

আরেক ম্যাচে, ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব আটালান্টা। সি গ্রুপে দু’দলই প্রথম ম্যাচে হারের তিক্তা পেয়েছে। ঘুরে দাঁড়াতে হলে পেতে হবে জয়। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস মিলছে শাখতার ও আটালান্টার ম্যাচে।

বাংলাদেশ সময়: ১:০৪:৩৫   ৫৩৮ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ