নুসরাত হত্যা মামলার রায় ২৪ অক্টোবর

Home Page » প্রথমপাতা » নুসরাত হত্যা মামলার রায় ২৪ অক্টোবর
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ১৫ আসামির উপস্থিতিতে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এই দিন ধার্য করেন। বিচার কাজ শুরুর ৬১ কার্য দিবসের পর মামলাটি রায় ঘোষণার তারিখ নির্ধারিত হলো।

সোমবার দুপুরে মামলার বিচার কাজ শুরু হলে বাদী পক্ষের আইনজীবী আক্রামুজ্জামান আদালতে আসামি পক্ষের আইনজীবীদের উপস্থাপিত যুক্তিতর্কের বিপক্ষে আইনি ব্যাখ্যা তুলে ধরে আদালতে বক্তব্য দেন। তার বক্তব্যের সময় আসামি পক্ষের আইনজীবীরা একযোগে দাঁড়িয়ে আইনি ব্যাখ্যার বাইরে যুক্তি তুলে ধরার কারণ দেখিয়ে প্রতিবাদ জানান। এসময় উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল চলে। পরে আদালতের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর বাদী পক্ষের আইনজীবী শাহজাহান সাজু আইনি ব্যাখ্যা তুলে ধরেন। সর্বশেষ রাষ্ট্রপক্ষের পিপি হাফেজ আহাম্মদ আসামি পক্ষের যুক্তিতর্ক খণ্ডন করে আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন। মধ্যহ্ন বিরতির পর আসামি পক্ষের আইনজীবী কামরুল হাসান, গিয়াস উদ্দিন নান্নু রাষ্ট্র ও বাদী পক্ষের আইনজীবীদের ব্যাখ্যা খণ্ডন করে তাদের যুক্তি উপস্থাপন করেন। আসামী সিরাজ উদদৌলার আইনজীবী ফরিদুল ইসলাম নয়ন গত ১৩ এপ্রিল ঢাকাতে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ আদালতে জমা দিয়ে সেটি মামলার রেকর্ডে রাখার আবেদন করেন।

এ্রর আগে গত বৃহস্পতিবার আলোচিত এই মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন একই আদালত।

গত ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার হাতে যৌন হয়রানির শিকার হন নুসরাত। এ ঘটনায় তার মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। মামলা তুলে নিতে আসামিপক্ষ নানাভাবে চাপ প্রয়োগ করে। নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নুসরাত।

এর জেরে গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম প্রথম পত্রের পরীক্ষা দিতে গেলে ডেকে নিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ৮০ শতাংশ পোড়া শরীর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঁচ দিন লড়ার পর মারা যান নুসরাত। এ ঘটনায় সোনাগাজী থানায় হত্যা মামলা দায়ের করে নুসরাতের পরিবার।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৫৫   ৬০০ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ