পানশালা-জুয়ার আসরে কলকাতা পুলিশের অভিযান

Home Page » প্রথমপাতা » পানশালা-জুয়ার আসরে কলকাতা পুলিশের অভিযান
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পানশালায় জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।

শনিবার গভীর রাতে চালানো ওই অভিযানে কলকাতার পার্ক সার্কাসের একটি পানশালার জুয়ার আসর থেকে গ্রেফতার হয়েছেন আরসালান রেস্তোরাঁর মালিক আখতার পারভেজ।

আনন্দবাজার পত্রিকা বলছে, একাধিক পানশালায় এই অভিযান চালানো হয়। কলকাতা পুলিশের বিশেষ বাহিনীর অভিযানে পারভেজকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে উদ্ধার হয়েছে জুয়ার বোর্ডের লক্ষাধিক টাকা। এ ছাড়া অন্যান্য পানশালায় হানা দিয়েও অন্তত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা প্রথমে শেক্সপিয়র সরণী এবং বেনিয়াপুকুর থানা এলাকার বেশ কয়েকটি পানশালায় হানা দেয়। এরপর পার্ক সার্কাস এলাকার একটি পানশালায় জুয়ার আসর বসানোর অভিযোগে গ্রেফতার করা হয় আখতার পারভেজকে।

অভিযানের সময়ও ওই পানশালায় জুয়ার আসর চলছিল। আখতার পারভেজই ওই আসর বসিয়েছিলেন বলেও অভিযানকারী দলের একটি সূত্র জানায়। জুয়ার বোর্ডের এক লক্ষেরও বেশি নগদ টাকা ও অন্যান্য কিছু সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ।

গত মাসে এই আরসালান রেস্তরাঁর মালিকের পরিবার খবরের শিরোনামে উঠে এসেছিল। ১৭ আগস্ট শেক্সপিয়র সরণী থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি মার্সিডিজ গাড়িতে ধাক্কা দেয় আরসালানের মালিক আখতার পারভেজের ছোট ছেলে রাঘিবের একটি জাগুয়ার গাড়ি।

ওই দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়। আখতার পারভেজের দুই ছেলে আরসালান ও রাঘিব এবং তার শ্যালক মোহম্মদ হামজা গ্রেফতার হয়েছেন সে মামলায়।

বাংলাদেশ সময়: ১৩:২৮:১৬   ৫৯১ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ