ব্যাটে-বলে ‘সেরা’ সাকিব শুধু জয়টাই পেলেন না

Home Page » ক্রিকেট » ব্যাটে-বলে ‘সেরা’ সাকিব শুধু জয়টাই পেলেন না
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃসাকিব আল হাসান। প্রথম আলো ফাইল ছবিসাকিব আল হাসান। প্রথম আলো ফাইল ছবিকন্ডিশন যাই হোক, খেলোয়াড়টি সাকিব আল হাসান হলে অধিনায়কের আস্থা থাকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কাল বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব। অধিনায়ক জেসন হোল্ডার বোলিং শুরু করিয়েছেন তাঁকে দিয়ে। ১৫০ রান তাড়া করতে নেমে সাকিবকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনে। ব্যাট-বল দুই বিভাগেই সেরা পারফরম করে হোল্ডারের আস্থার প্রতিদান দিয়েছেন বাংলাদেশের এ অলরাউন্ডার। তবে খুশি মনে মাঠ ছাড়তে পারেননি। সাকিবের দল যে ‘থ্রিলার’ লিখে হেরেছে!

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে ১ রানে হেরেছে ট্রাইডেন্টস। শেষ ওভারে ১২ রানের দরকার ছিল দলটির। এ ওভারে দুটি উইকেট হারিয়ে ১০ রান তুলতে পেরেছে ট্রাইডেন্টস। তার আগে ট্রাইডেন্টসের ইনিংস মাঝপথ পর্যন্ত টেনে দিয়েছেন সাকিব। তৃতীয় ওভারে দলীয় ১ উইকেটে ১৫ রানে ব্যাটিংয়ে নেমেছিলেন। ওপেনার অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েছেন ইনিংসের সর্বোচ্চ ৪১ রানের জুটি। ১২তম ওভার পর্যন্ত উইকেটে ছিলেন সাকিব। আউট হওয়ার আগে ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহও এসেছে তাঁর ব্যাট থেকে। ১ ছক্কা ও ৩ চারে ২৫ বলে করেছেন ৩৮ রান।

সাকিব যখন আউট হন ৫২ বলে ৬৫ রান দরকার ছিল ট্রাইডেন্টসের। হাতে ছিল ৭ উইকেট। জেপি ডুমিনি, হোল্ডার ও নার্সরা থাকতেও এখান থেকে ম্যাচটা জিততে পারেনি ট্রাইডেন্টস। বলা যায়, তীরে গিয়ে তরী ডুবেছে। তার আগে প্যাট্রিয়টসের ইনিংস থেকে ৭ উইকেটে ১৪৯ রানে। দলটির ইনিংসকে উড়তে না দেওয়ার নেপথ্য কারিগরও সাকিব। মেডেন নিয়ে শুরু করেছিলেন বোলিং। পরের ওভারে দিয়েছেন ৪ রান। নিজের তৃতীয় ওভারে ৬ রান দিলেও শেষ ওভারে এসে উইকেটের দেখা পান সাকিব। তুলে নেন বিপজ্জনক কার্লোস ব্রাফেটকে। সব মিলিয়ে ৪ ওভারে ১ মেডেন ১৪ রানে ১ উইকেট—এই হলো সাকিবের বোলিং ফিগার। বল হাতেও দলের হয়ে সেরা পারফরম্যান্স সাকিবের।

আফসোস, শুধু জয়টাই পেলেন না।

বাংলাদেশ সময়: ১১:৩১:২৪   ৫৯৪ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ