রাবির সেই হল প্রাধ্যক্ষকে অব্যাহতি

Home Page » প্রথমপাতা » রাবির সেই হল প্রাধ্যক্ষকে অব্যাহতি
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বিথীকা বণিককে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল ২৭ সেপ্টেম্বর, শুক্রবার এক সভায় তাকে অব্যাহতি দেয়া হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।

পাশাপাশি ওই হলের আবাসিক শিক্ষক ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরাকে সাময়িকভাবে হল প্রাধ্যক্ষের দায়িত্ব পালনের অনুমতি দেয়া হয়েছে।

এমএ বারী স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সংস্কৃত বিভাগের অধ্যাপক বিথীকা বণিককে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেয়া হলো এবং হলের আবাসিক শিক্ষক আঞ্জুমান আরাকে সাময়িক প্রাধ্যক্ষের পদে হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেয়া হলো। প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি ভাড়ামুক্ত বাসা ও অন্যান্য সুবিধা পাবেন।

অধ্যাপক বিথীকা বণিকের বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরের বাসায় তার সন্তানকে পড়ান ইংরেজি বিভাগের এক ছাত্রী। গত ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবারও সেখানে যান ওই ছাত্রী। বৃষ্টি হওয়ায় রাতে সেখানেই থেকে যান তিনি।

রাত তিনটার দিকে বিথীকা বনিকের ভাই শ্যামল বণিক তাকে ধর্ষণের চেষ্টা চালান। ভুক্তভোগী ছাত্রী তার এক বন্ধুকে বিষয়টি জানালে তার বন্ধু জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ অভিযোগ করেন। পরে পুলিশ গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে।

এ সময় অভিযুক্ত শ্যামল বণিককেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরদিন ২৫ সেপ্টেম্বর, বুধবার ওই ছাত্রী শ্যামল বণিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

এ ঘটনায় তীব্র আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার প্রাধ্যক্ষ বিথীকা বণিকের পদত্যাগ ও তার ভাইয়ের শাস্তির দাবিতে কয়েকশ’ শিক্ষার্থী হলের সামনে ও পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় ছয় দফা দাবি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি পূরণের আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এতে তারা অবস্থান কর্মসূচি স্থগিত করে

বাংলাদেশ সময়: ১২:২১:০৯   ৪৭৪ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ