অভিষেকেই দলের ‘বিদায়’ দেখলেন লিটন

Home Page » ক্রিকেট » অভিষেকেই দলের ‘বিদায়’ দেখলেন লিটন
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  মাত্রই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক হয়েছে লিটন দাসের। কিন্তু দুর্ভাগ্যই বলতে হবে, বাংলাদেশ ওপেনারের অভিষেক ম্যাচ শেষে বিদায় নিশ্চিত হয়ে গেছে তার দল জ্যামাইকা তালাওয়াসের। তবে হাতে এখনও এক ম্যাচ আছে। ফলে আরও একবার ব্যাট হাতে নামার সুযোগ থাকছে লিটনের সামনে।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে শনিবার (২৮ সেপ্টেম্বর) সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ম্যাচটি জিততেই হতো জ্যামাইকার। কিন্তু তাদের ছুড়ে দেওয়া ১৬৬ রানের লক্ষ্য ৪ উইকেট ও ৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় সেন্ট লুসিয়া।

সিপিএলে নিজের অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি লিটন। চার নম্বরে নেমে ২১ বলে করেছেন ২১ রান। এই সময়ে বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ১টি। তবে তার দল ডোয়াইন স্মিথের ৩৮ বলে ৫৮ রান ও গ্লেন ফিলিপসের ১১ বলে ২৩ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রানের মাঝারি সংগ্রহ পেয়েছিল। জবাবে রাহকিম কর্নওয়েলের ফিফটি আর হার্ডুস ভিজোয়েনের ৩২ রানের ইনিংসে জয় তুলে নেয় সেন্ট লুসিয়া।

এদিন লিটনের মতোই ব্যাট হাতে ওয়ানডে মেজাজে ছিলেন ক্রিস গেইলও। ২৯ রান করতে তিনি বল খেলেছেন ৩০টি। বল হাতে সেন্ট লুসিয়ার কেসরিক উইলিয়ামস ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। তবে অজি লেগ স্পিনার ফাওয়াদ আহমেদের ৪ ওভারে মাত্র ২২ রান খরচও কম গুরুত্বপূর্ণ নয়। অন্যদিকে বল হাতে ২ ওভারে ৮ রান খরচ করে ১ উইকেট পাওয়ার পরও স্মিথকে আর বোলিংয়ে আনেনি জ্যামাইকা, ম্যাচ হারার পেছনে এই সিদ্ধান্তও কম দায়ী নয়।

এই ম্যাচ হেরে যাওয়ায় এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়েছে জ্যামাইকার। আর সেন্ট লুসিয়ার জন্য এই জয় টুর্নামেন্টে টিকে থাকার সুযোগ এনে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫১:৪৬   ৪৫০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ