উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ, অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে

Home Page » প্রথমপাতা » উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ, অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  রাজধানী উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসন এ-সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করেছে। অভিযোগ তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গত ৩ আগস্ট ঢাকা জেলা প্রশাসক (শিক্ষা শাখা) কার্যালয় থেকে এ-সংক্রান্ত চিঠি জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এ পর্যন্ত তদন্ত শুরু করেননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

তদন্তের বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা বেনজীর আহমেদ জানান, সময়ের অভাবে যাওয়া হচ্ছে না। অবশ্যই সরেজমিন তদন্ত করা হবে এবং অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ দাখিল করেন হারুন অর রশীদ। অভিযোগে উল্লেখ করা হয়, চলতি বছরের ১৮ মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকায় অধ্যক্ষ নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয় বেসরকারিভাবে পরিচালিত কলেজটি। সে অনুযায়ী, ৩ মে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ওই নিয়োগের লিখিত পরীক্ষায় ফেল করা প্রার্থী হাফিজুর রহমান মোল্লাকে মৌখিক পরীক্ষার সুযোগ দেওয়া হয়। অনৈতিক সুবিধা নিয়ে তাকে সুকৌশলে প্রথম বানিয়ে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। নিয়োগ কমিটি কোনো যাচাই-বাছাই ছাড়া স্কুলের প্রভাবশালী মহলের ইঙ্গিতে তড়িঘড়ি করে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় হাফিজুর রহমান মোল্লাকে। উত্তরা হাই স্কুলের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় সাতজন প্রার্থী অংশ নিলেও সবাই লিখিত পরীক্ষায় অকৃতকার্য হন। লিখিত পরীক্ষায় সবাই ফেল করলেও শুধু হাফিজুর রহমানকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে সুযোগ দেওয়া হয়।

এভাবে নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে ফেল করা প্রার্থী হাফিজুর রহমানকে অনৈতিক সুবিধা দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৯:১৯   ৫১৬ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ