কালিয়াকৈরে গরু জবাই করে যুবলীগ নেতার খিচুরী উৎসব

Home Page » আজকের সকল পত্রিকা » কালিয়াকৈরে গরু জবাই করে যুবলীগ নেতার খিচুরী উৎসব
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯



 

 MOSHAROF HOSSAIN

ফজলুল হক,বঙ্গ নিউজ: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় অন্যের গরু জবাই করে মৌচাক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন মেম্বার সহযোগীদের নিয়ে দিনভর আনন্দ উৎসব পালন করেছেন।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত এক মাস পূর্বে উপজেলার মাঝুখান এলাকায় আবু তালেবের বাড়ীতে একটি গরু আসে। মালিক না পেয়ে আবু তালেব নিজের কয়েকটি গরুর সঙ্গে ওই গরুটিও পালন করে আসছেন। ভাড়াটে রাজা মিয়া তার গরুগুলো দেখা শোনা করে। পারিবারিক সমস্যার কারণে রাজা মিয়া একই এলাকার বাসিন্দা ও মৌচাক ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি সোহাগ হোসেনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকেন। ভাড়াটে রাজা মিয়া গত বৃহস্পতিবার ভোররাতে গরুটি চুরি করে নিয়ে যায়। এক পর্যায় জানতে পারে ওই ভাড়াটে রাজা মিয়া তার গরুটি নিয়ে গেছে। আবু তালেব গরুটি আনতে গেলে রাজা মিয়ার বাসার মালিক যুবলীগের নেতা সোহাগ তাকে ভয়ভীতি দেখান।পরে দুপুরে ওইএলাকার প্রভাবশালী ইউপি সদস্য ও মৌচাক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের নেতৃতে গরুটি জবাই করে খিচুরী রান্না করে। এ উপলক্ষে তারা দিনভর আনন্দ উল্লাসে মেতে উঠেন।

এ বিষয়ে জানতে চাইলে ওই মৌচাক ইউনিয়নের যুবলীগের সভাপতি মোশারফ হোসেন সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন, “আমি মন্ত্রীর ফোন ধরি না, আপনাদের ফোন কি ধরবো। গরু জবাই করে মাংস খেয়েছি, তোমরা সাংবাদিকরা যা পার করো”। গরুর মালিক না থাকায় ১০ হাজার টাকা দাম ধরে জবাই করে টাকাগুলো মাদ্রাসায় দান করেছি। ইউএনও’র কাছে অনুমতি নিয়েই এটা করেছি।

তবে মাঝুখান মাদ্রাসার কোষাধক্ষ্য আতাউর রহমান জানান, মাদ্রাসার তহবিলে কোন টাকা জমা হয়নি।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ হিরো মিয়া বলেন, “যুবলীগ নেতা মোশারফ হোসেনের নামে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন জানান, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি আমাকে কেউ অবগত করেনি।

বাংলাদেশ সময়: ১৬:৪১:১০   ৭৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ