কবির কথা কাব্যে

Home Page » সাহিত্য » কবির কথা কাব্যে
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯



 ---আল-আমিন আহমেদ সালমান

আজীবন কাব্য-উপন্যাাস লিখছেন যিনি
তিনি হলেন সবার প্রিয় গুলশান আরা রুবী।
সমাজে-দেশের পরিবর্তন চান যিনি,
লিখে যাচ্ছেন অবিরত দিন রজনী।
এই পৃথীবির রন্ধ্রে রন্ধ্রে,
লিখে যাই তার কথা ছন্দে ছন্দে।
পাঠক-পাঠিকাদের জন্য লিখেছেন বই
সেই বই পাঠ করে দূর হবে সমাজের ভয়।
বই গুলোর কথা কিছুু করিলাম বর্ননা
লন্ডনী বধূর আত্মকথা, যাহা ভূলবনা
এই অবদান কখনো ভুলবার মতো না
সমাজের পরিবর্তনে রেখেছে ভূমিকা।
এছাড়াও লিখেছেন কাব্য সহ বই চৌদ্দ
আজজীবন রচিছেন মোদের জন্য পদ্য।
আজীবন মানবসেবা করছেন যিনি
তিনি হলেন সবার প্রিয় গুলশান আরা রুবী।
তিন ছেলে -এক মেয়ে নিয়ে তার সংসার,
এই যেন স্বর্গ সুখের সেরা পুরস্কার।
আমি অধম তাহার কথা লিখব কি আর কাব্যে
তাহার রচিত বই পড়লে জানতে পারবেন সবে।
তিনি হলে বাংলা সাহিত্যে খুদার শেষ্ঠ দান,
তাইতো তাকে পাঠকেরা করে বেশী সম্মান।
বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি
মুক্তিযুদ্ধা কাঁকন বিবি সম্মাননা,
সাহিত্য গবেষণায় পেয়েছেন তিনি
পল্লীকবি জসিম উদ্দীন পুরুষ্কার।
পেয়েছেন আরোও অসংখ্য পুরুষ্কার।
সত্যিই তাহার জন্য গর্বিত পাঠক সমাজ,
প্রজন্মের জন্য দরকার এমন লেখক আজ।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:২৪   ৫৭৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ