সৌদিতে হামলা নিয়ে ইরানকে দোষ দিচ্ছে যুক্তরাষ্ট্র

Home Page » আজকের সকল পত্রিকা » সৌদিতে হামলা নিয়ে ইরানকে দোষ দিচ্ছে যুক্তরাষ্ট্র
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ সৌদি আরবের অন্যতম বড় দুইটি তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনায় ইরানের ওপর দোষ চাপিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইট বার্তায় এ দাবি করেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

তিনি বলেন, বিশ্বের জ্বালানি সরবরাহের ওপর ইরান নজিরবিহীন হামলা চালিয়েছে। তেলের বাজারে সরবরাহ নিশ্চিত এবং এ আগ্রাসনের জন্যে ইরানকে জবাবদিহির আওতায় আনতে যুক্তরাষ্ট্র তার অংশীদার ও মিত্রদের সঙ্গে একসঙ্গে কাজ করবে।

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আল মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, ওই তেলক্ষেত্রে ১০টি ড্রোনের অংশগ্রহণে বড়ো ধরনের হামলা চালানো হয়েছে।

ড্রোন হামলার ব্যাপারে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জড়িত থাকার প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন পম্পেও। তিনি বলেন, হামলাকারীদের ইয়েমেন থেকে আসার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

বিবিসি বলছে, সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকো তেল ক্ষেত্রের গুরুত্বপূর্ণ তেল উৎপাদন কেন্দ্রে শনিবার ভোরে ড্রোন হামলার পর ঘন ধোঁয়া আকাশের দিকে উড়তে দেখা গেছে। ড্রোনের সাহায্যে এ তেল ক্ষেত্রে একাধিক বিস্ফোরণ ঘটানো হয়।

এই হামলার পর সাময়িকভাবে তেল উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এ কারণে তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। সৌদি আরব ড্রোন হামলার জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আল তুর্কি বলেছেন, এ হামলায় কেউ হতাহত হয়নি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পূর্ণাঙ্গ চিত্রও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮:০৭:১৬   ৭২১ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ