!!! ভালো থাকতে চাই!!!

Home Page » এক্সক্লুসিভ » !!! ভালো থাকতে চাই!!!
বুধবার, ১০ জুলাই ২০১৩



images1.jpgআমিনুলইসলামবঙ্গ-নিউজ ডটকম:হয়ত শীতাতপ নিয়ন্ত্রিত কোন রুমে নরম বিছানায় ঘুমুতে পারি না আমি, ইলেক্ট্রিসিটি চলে গেলে ঘেমে বিছানা ভিজিয়ে ফেলি, বাসায় আইপিএস নাই। কিন্তু, আমার একটা ভাই আছে, ঘুমের ঘোরে মাথার নিচ থেকে বালিশ সরে গেলে যে সেটা মাথার নিচে ঢুকিয়ে দেয় আবার!

হয়ত আমার নামের পাশে অনেকগুলো লোভনীয় বড় বড় ডিগ্রি নাই, গুলশানে আমার কোন বাড়ী নাই, নাই কোন ঝকঝকে তকতকে বিএমডব্লিও গাড়ী। কিন্তু আমার একটা মা আছে, যিনি আমাকে নিজের জীবনের চেয়ে বেশী ভালবাসেন!

সারাদিনের কোলাহলে বন্ধুদের সাথে নানা রং-ঢঙ্গের শেষেও দিনশেষে ক্লান্ত আমি একাই বাড়ী ফিরে আসি। কিন্তু আমার একটা বোন আছে, যার চোখের দিকে তাকালে আমার সব ক্লান্তি যেন দৌড়ে পালায়!

হয়ত প্রতিদিন পোলাও-কোর্মা, বিরিয়ানি-জর্দা খাওয়া হয় না আমার। কেএফসি, বিএফসি, স্টারের রসালো খাবারের স্বাদে প্রতিদিন জিভ ভেজাবো – সে সামর্থ্যও আমার নাই। কিন্তু বাড়ীতে আমার মা নিজ হাতে রান্না করেন, স্বর্গেও এত সুস্বাদু খাবার পাওয়া যাবে না!

হয়ত আজকাল খুব একটা ঘুমুতে পারি না, অনিদ্রা রোগ ভালভাবেই জাপটে ধরেছে আমায়। কিন্তু আমার দু’টো চোখ আছে, চশমার আড়াল লুকিয়ে রাখা থেকে এ দু”টো চোখ দিয়ে আমি হলুদ দুপুরেও হাজার রঙে রঙিন স্বপ্ন দেখতে পারি!

হয়ত আমি লোকাল বাসে ঝুলে ঝুলে চলা-ফেরা করি, রিকশা ভাড়া ৫ টাকা কম গুনব বলে রিকশাওয়ালার সাথে ১ ঘণ্টা ধরে তর্ক করি। কিন্তু আমার দু’টো শক্তসমর্থ পা আছে, এ দু’টো পা দিয়ে আমি গ্রীষ্মের ভর-দুপুরেও বিশ্ব ঘুরে আসতে পারি!

হয়ত আমি একটা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান, প্রত্যেকটা কদম হিসেব করে ফেলতে হয়। ভুল করে দু’টাকা বেশী খরচ করে ফেললে, তার হিসেব কোনভাবেই মেলাতে পারি না। কিন্তু আমার অনেক বড় একটা বৈশিষ্ট্য আছে, আমি ভালবাসতে পারি!!

হয়ত আমার আমার কোন দামী মাল্টিমিডিয়া মোবাইল সেট নেই, পথ চলবার সময় কানে হেড-ফোন লাগিয়ে গান শুনে অলস সময় পার করে দিতে পারি না। কিন্তু আমার একটা মন আছে, এ মন দিয়ে আমি দুনিয়ার যেকোনো সুর ভাঁজতে পারি!

হয়ত আমার কোন ডিজিটাল ক্যামেরা নাই, আনন্দের মুহূর্তগুলো বা পথ চলার মাঝে হঠান খুঁজে পাওয়া কোন সুন্দর দৃশ্যকে তাই ক্যামেরা বন্দী করে রাখতে পারি না। কিন্তু আমার হাতে ৫ টা আঙ্গুল আছে, এ আঙ্গুলগুলো দিয়ে আমি নিজের মত করে সব কিছু এঁকে নিতে পারি!

হয়ত আমি তেমন সুন্দর করে কথা বলতে পারি না, কারও মন জুগিয়ে চলতে পারি না। আমার আচার-আচরণ, ব্যবহারও ভাল নয়। না চাইলেও কেন জানি আমি উত্তপ্ত হয়ে যাই। এজন্যে খুব আফসোস আমার! কিন্তু আমি মানুষকে সাহায্য করতে চেষ্টা করি, এটা আমায় পরম তৃপ্তি দেয়!

হয়ত আমার একটা ল্যাপটপ কম্পিউটার নেই, বন্ধুদের কাছ থেকে পেন ড্রাইভে করে মুভি এনে ঘরে বসেই সিনেমা হলের স্বাদ পেতে পারি না। কিন্তু আমার অনেক বই আছে, এই বই পড়ে আমি রাতের পর রাত পার করে দিতে পারি পরম আনন্দে!!

হয়ত আমার নতুন ডিজাইনের কোন পার্টি শার্ট নাই, কোন অনুষ্ঠানে দাওয়াত পেলে কী পোশাক পড়ে যাব, তা ভেবে রাত পার করে শেষ বেলায় পাশের বাড়ীর বন্ধুর কাছ থেকে পোশাক ধার করি বা যাওয়াই হয় না। কিন্তু আমার একটা কালো হ্যাট আছে, আমার মা নিজের হাতে তৈরি করে দিয়েছেন, এটা মাথায় দিয়ে আমি তপ্ত দুপুরে মাইলের পর মাইল পথে হেঁটে যেতে পারি!

অনেক কিছু পাবার থাকলেও, অনেক কিছুই হয়ত পাইনি আমি। কিন্তু, যা পেয়েছি তাই বা কম কীসে! যা পেয়েছি, তার জন্যে কোনদিন কি স্রষ্টার কাছে শোকর করেছি??

ভোর হয়েছে। কী দারুণ সুন্দর ভোর! এত সুন্দর একটা ভোর দেখতে পেলাম, এর জন্যে কী শোকর করেছি আমি??

নিজের জন্যে ভাল থাকতে না পারি, আমার মা’র জন্যে তো আমায় ভাল থাকা উচিত! আমার ভাই, আমার বোনের জন্যে তো সুখী হওয়া প্রয়োজন! আমি নিজের জন্যে বেঁচে থাকি না। বেঁচে থাকি তাদের জন্যে, যারা আমাকে প্রাণ দিয়ে ভালবাসে! এই মানুষগুলো আমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। আমি তাঁদের আঁকড়ে ধরে একটু একটু করে বেঁচে থাকি। এবং ভাল থাকি!

ভাল থাকতে খুব বেশী কিছু লাগে না। চাইলেই ভাল থাকা যায়! বাইরের খোলসটা একটু শক্ত করে জড়িয়ে ধরতে হয় শুধু, যেন পথের ধুলোবালি গায়ে না লাগতে পারে!

আমি ভালো আছি। আমার কাছের মানুষগুলোকে পাশে নিয়ে অনেক ভালো আছি আমি! যতক্ষণ হৃদপিণ্ডে বাতাস আছে, চেষ্টা করে যাব ভালো থাকার জন্যে!!
চলুন না, আমরা সবাই মিলে ভালো থাকার জন্যে চেষ্টা করে যাই…

বাংলাদেশ সময়: ১২:১৭:০৯   ৪৭৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ