দেশে শিশু নির্যাতন ব্যাপক হারে বাড়ছে

Home Page » প্রথমপাতা » দেশে শিশু নির্যাতন ব্যাপক হারে বাড়ছে
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯



ফাইল ছবি

বাংলাদেশে শিশু ধর্ষণ, ধর্ষণের পর হত্যা এবং শিশুদের ওপর অন্যান্য যৌন নির্যাতনের ঘটনা ব্যাপক হারে বেড়ে চলেছে বলে শিশু ও নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের দেয়া তথ্যে উঠে এসেছে।

শিশু ধর্ষণের ঘটনায় শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক জীবনে স্বল্প ও দীর্ঘ মেয়াদী নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে ধর্ষকদের হাত থেকে শিশুদের রক্ষা করতে বিদ্যমান আইনের সংস্কার, বিচার কাজের গতি বৃদ্ধি এবং বিচারের রায়কে দ্রুত কার্যকর করার ব্যবস্থা নিতে হবে। সংবাদ মাধ্যমের এক খবরে বলা হয়েছে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় সাজা হয় মাত্র ১.৩৬ শতাংশ আসামীর এবং বাকি ৯৮.৬৪ শতাংশ বেকসুর খালাস পান। এতে বলা হয়েছে, ঐ আইনের আওতায় ১ লাখ ৮০ হাজারের ওপর মামলা আদালতে বিচাররে অপেক্ষায় আছে।

শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত প্রথম সাত মাসে ৫৭২ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে যার মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে অন্তত ২৩ জনকে। এতে বল হয়েছে, ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে ৮৪ জন শিশুর ওপর এবং যৌন হয়রানির শিকার হয়েছে ৭৫ জন শিশু।

দেশে শিশু ধর্ষণের ঘটনা ব্যাপক ভাবে বেড়ে যাওয়ার বিষয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন, শিশু অধিকার নিয়ে কাজ করা ২৭২ টি সংগঠনের শীর্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বা বিএসএএফ এর নির্বাহী পরিচালক আব্দুস শাহিদ মাহমুদ।

বিশেষজ্ঞরা বলছেন জনসচেতনতা, সামাজিক প্রতিরোধ, আইনের কঠোর প্রয়োগ, দ্রুত বিচার নিশ্চিত করা এবং প্রকৃত দোষীরা বিচারের হাত থেকে যাতে রেহাই না পায় তার ব্যবস্থা করতে পারলেই শিশুদের অনেকটাই সুরক্ষা দেয়া সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ২০:০৮:৪৬   ৭৪০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ