কান্না থামাতে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করল শিশুকে

Home Page » শিশু-কিশোর » কান্না থামাতে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করল শিশুকে
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ জয়পুরহাট সদর উপজেলার একটি ডোবা থেকে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার ভাদসা ইউনিয়নের কোচনাপুর গ্রামের অদূরের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম সিয়াম হোসেন। সে নওগাঁর বদলগাছী উপজেলার জগদিশপুর গ্রামের ইউসুফ হোসেনের ছেলে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাসিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভগবানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রায়হান হোসেন সাংবাদিকদের জানান, গতকাল বুধবার শিশু সিয়াম খেলার জন্য বাড়ির বাইরে গিয়ে আর বাড়ি ফিরেনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার কৃষকরা কোচনাপুর মাঠের ধারে একটি ডোবাতে কৃষি কাজ করতে গিয়ে শিশুটির মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে শিশুটির স্বজনরা এসে মরদেহটি সিয়ামের বলে শনাক্ত করেন।
ওসি আরও জানান, আটককৃত নাছিম সিয়ামের বড় চাচার একটি পোল্ট্রি সেডে ছয় মাস ধরে কাজ করছে। প্রায়ই তারা দুইজন খেলাধুলা করে।গতকাল বুধবার পোল্ট্রি সেডের পাশে এসে সিয়াম কাঁদছিল। ধমক দিয়েও তার কান্না থামানোর চেষ্টা করলে সে না থেমে আরও জোরে কাঁদতে থাকে। এ সময় নাসিম শিশুটির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই শিশু সিয়াম মারা যায়। হত্যার পর মরদেহটি ডোবাতে ফেলে রেখে পালিয়ে যায় নাসিম।
এ ব্যাপারে সদর থানায় সিয়ামের বাবা ইউসুফ হোসেন একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুত্রঃ আরটিভি অনলাইন

বাংলাদেশ সময়: ১৭:০১:১৮   ৫৫৮ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিশু-কিশোর’র আরও খবর


আজ মৃদু হাসি দিবস
জন্মের সময়ে হাসপাতালে অদলবদল হয়ে যাওয়া শিশুই হয়ে গেল জীবনসঙ্গী
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
জাতীয় শিক্ষা সপ্তাহ’২২ এর জাতীয় পর্যায়ে একান্ত ঐতিহ্য’র সাফল্য
কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে ছয় স্তরের নিরাপত্তা
গরিব ও হতদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে মানবতার একতার আরেকটি প্রগাম সম্পন্ন
আজ স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকাদান শুরু
দেশে আশংকাজনক আত্মহত্যা বাড়ছে তরুণদের মধ্যে
শেখ রাসেল দিবস; ৫৮তম জন্মদিন
ঝিনাইদহে এক ঘন্টার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নবম শ্রেণির ছাত্রী অরিন

আর্কাইভ