কালিয়াকৈরে নিরাপত্তা ও বিচারের দাবিতে গৃহবধুর সংবাদ সম্মেলন

Home Page » আজকের সকল পত্রিকা » কালিয়াকৈরে নিরাপত্তা ও বিচারের দাবিতে গৃহবধুর সংবাদ সম্মেলন
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯



 

 KALIAKAIR PRESSCLUB

মোঃ ফজলুল হক, বঙ্গ-নিউজঃ গাজীপুরের কালিয়াকৈরে আসামী জামিনে বেড়িয়ে মামলা তুলে নিতে বাদী গৃহবধু ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে ওই গৃহবধু নিজের নিরাপত্তা ও বিচারের দাবিতে কালিয়াকৈর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন, মুক্তার মা ফেরদৌসী বেগম লতাসহ তার স্বজনরা।

নির্যাতনের শিকার গৃহবধু হলেন, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের মেয়ে উম্মে মুসলিমা মুক্তা (৩৩)।

সংবাদ সম্মেলন ও পরিবার সূত্রে জানা গেছে, গত তিন বছর আগে উপজেলার মোথাপাড়া এলাকার শেখ আব্দুল হাকিমের ছেলে ও গাজীপুর জেলা বিএনপির যুবদলের সহ-সভাপতি শেখ সাব্বির আহম্মেদ কছিমের সঙ্গে পারিবারিকভাবে মুক্তার বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই মুক্তার উপর যৌতুকের দাবিতে অমানবিক নির্যাতন চালিয়ে আসছে তার পাষন্ড স্বামী সাব্বির। টাকা দিতে অস্বীকার করায় তার শরীরে সিগারেটের স্যাকাও দিয়েছেন তার স্বামী। এ কারণে মুক্তার মা বাধ্য হয়ে জমি-জামাসহ বিভিন্ন মূল্যবান সম্পদ বিক্রি করে পর্যায়ক্রমে মেয়ের জামাতা সাব্বিরকে ২০ লাখ টাকা দেন। মুক্তাকে নির্যাতনের বিষয়ে এলাকায় একাধিক শালিস বসলেও কোনো সমাধান হয়নি। সর্বশেষ মুক্তার কাছে আরও ৫ লাখ টাকা দাবি করে স্বামী যুবদলের নেতা সাব্বির। ওই টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হন ওই যুবদলের নেতা ও তার পরিবারের লোকজন। এর জের ধরে গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে স্ত্রী মুক্তাকে হত্যা উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তার স্বামী সাব্বির, দেবর শেখ কমুর উদ্দিন, দেবর শেখ কামরুজ্জামান, ও ননদ মোমেনা ওই গৃহবধু মুক্তাকে মারধর করে। তার ডাক-চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে এসে মুক্তাকে উদ্ধার করে। ওই রাতেই তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এ ঘটনার ২৩ আগস্ট উম্মে মুসলিমা মুক্তা বাদী হয়ে চারজনকে আসামী করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর গত ২৮ আগস্ট শেখ কুমুর উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই তিন আসামী শেখ সাব্বির আহম্মেদ কছিম, শেখ কামরুজ্জামান, মোসাঃ মোমেনা খাতুন উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন। এছাড়া গত মঙ্গলবার গাজীপুর জজ কোর্ট থেকে জামিনে বের হন দেবর কুমুর উদ্দিন। তারা জামিনে বের হয়েই ওই মামলার বাদী ও তার পরিবারকে নানাভাবে হয়রানী, নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আসামীরা। বুধবার দুপুরে বাদী গৃহবধু নিজের ও তার পরিবারের নিরাপত্তা এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন, মুক্তার মা ফেরদৌসী বেগম লতাসহ তার স্বজনরা।

নির্যাতনের শিকার গৃহবধু উম্মে মুসলিমা মুক্তা জানান, যৌতুকের দাবিতে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছি। কিন্তু আসামীরা জামিনে এসে আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকিসহ নানাভাবে হয়রানি করে আসছে। এ ঘটনায় থানায় আবারও তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী (জিডি) করা হবে।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া ক্যাম্পের ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) মো: আব্দুস সালাম জানান, বাদীকে হুমকি দেওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:০৮   ৪৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ