জাপানে ৭ লাখ মানুষকে স্থানান্তরের নির্দেশ প্রশাসনের

Home Page » প্রথমপাতা » জাপানে ৭ লাখ মানুষকে স্থানান্তরের নির্দেশ প্রশাসনের
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের আশঙ্কায় কমপক্ষে সাত লক্ষাধিক লোককে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। তাছাড়া প্রবল বর্ষণে এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে বলেও দাবি উদ্ধার কর্মীদের।

বুধবার (২৮ আগস্ট) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রকাশিত এক সংবাদে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির কিউশুর উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকায় এরই মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে জাপানি আবহাওয়া সংস্থা। তাছাড়া সেখানে বসবাসরত লোকদের দ্রুত আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন উঁচু এলাকায় স্থানান্তরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ক্রমেই সংকটাপন্ন হয়ে উঠছে জাপানের বন্যা পরিস্থিতি মহাবিপর্যয়ের আশঙ্কা- ছবি: রয়টার্স
সংবাদের তথ্য মতে, প্রবল বর্ষণের ফলে সে অঞ্চলে ব্যাপক বন্যা ও বড় ধরনের ভূমি ধসের মত বিপর্যয়ের সম্ভাবনা থাকায় জনগণের জানমাল রক্ষার্থে এমন নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রবল বর্ষণের ফলে অঞ্চলটির সকল বাসিন্দাদের প্রয়োজনে সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ থেকে জনগণকে সরিয়ে নেওয়ার বিষয়ে সতর্কবার্তা পাঠানো হলেও এখনো তা বাধ্যতামূলক নয়।

এ দিকে স্থানীয় সরকারি কর্মকর্তারা অঞ্চলটির বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার আহ্বান জানিয়েছেন।

অপর দিকে বুধবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকালে জরুরি ভিত্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাপানের আবহাওয়া সংস্থা বলছে, ‘বিভিন্ন নগরীতে আমরা এখন পর্যন্ত নজিরবিহীন পর্যায়ের বর্ষণ লক্ষ্য করেছি। যে কারণে এসব নগরীর জন্য আমরা এরই মধ্যে বিশেষ সতর্কবার্তাও জারি করেছি।’

দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দাবি, বাহিনীর কর্মীরা এরই মধ্যে সাগা অঞ্চলের বেশিরভাগ বাড়িকে বন্যা কবলিত হওয়ার খবর পেয়েছেন। তাছাড়া সরকারি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিশ্চিতে সেখানে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮:০৮:৪২   ৬৬০ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ