রোহিঙ্গারা ফিরত যেতে চায় কি না জানতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও জাতিসংঘ

Home Page » জাতীয় » রোহিঙ্গারা ফিরত যেতে চায় কি না জানতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও জাতিসংঘ
মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯



 

 রোহিঙ্গা শরনার্থী

বঙ্গ-নিউজ:  প্রত্যাবাসনের তালিকায় যে সাড়ে ৩ হাজার রোহিঙ্গার নাম এসেছে, তারা মিয়ানমার ফিরতে চান কি না, তা জানতে জাতিসংঘ শরণার্থী সংস্থার সঙ্গে একযোগে কাজ করবে বাংলাদেশ।

 

 শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম সোমবার রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, “ইউএনএইচসিআরের নেতৃত্বে যৌথভাবে আমরা এনিয়ে কাজ করব।”

এদিকে সর্বশেষ এই রোহিঙ্গা প্রত্যাবাসন পরিকল্পনা নিয়ে বুধবার নিরাপত্তা পরিষদ রুদ্ধদ্বার আলোচনায় বসতে যাচ্ছে।

ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি ও বেলজিয়ামের অনুরোধে এই বৈঠক হচ্ছে বলে রয়টার্স জানিয়েছে।

মিয়ানমারের কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স তিন দিন আগে জানিয়েছিল, আগামী ২২ অগাস্ট ৩ হাজার ৪৫০ জন রোহিঙ্গাকে ফেরত নেওয়ার দিনক্ষণ ঠিক হয়েছে।

তবে বাংলাদেশের কর্মকর্তারা প্রত্যাবাসন শুরুর বিষয়ে এখনও সুস্পষ্ট করে কিছু বলেননি।

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর ২০১৭ সালের অগাস্ট থেকে পরবর্তী সময়ে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তার আগে গত কয়েক দশকে এসেছিল আরও চার লাখ রোহিঙ্গা।

আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে। ২০১৮ সালের নভেম্বরে প্রত্যাবাসন শুরুর প্রস্তুতিও নিয়েছিল বাংলাদেশ।

কিন্তু মিয়ানমারের পরিস্থিতি নিয়ে রোহিঙ্গাদের মনে আস্থা না ফেরায় এবং তারা কেউ ফিরে যেতে রাজি না হওয়ায় সেই পরিকল্পনা ঝুলে যায়।

এরপর গত মাসে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠকে প্রত্যাবাসন চুক্তির অংশ হিসেবে যাচাই বাছাইয়ের জন্য মিয়ানমারের হাতে ২৫ হাজার রোহিঙ্গার নতুন একটি তালিকা দেয় বাংলাদেশ।

তার মধ্য থেকে ৩ হাজার ৩৪০ জনের বিষয়ে মিয়ানমারের ছাড়পত্র আসে।

মিয়ানমার সরকারের মুখপাত্র জাও তাই গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ২২ অগাস্ট ওই সংখ্যক রোহিঙ্গাকে ফিরিয়ে আনতে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।

এরপর প্রত্যাবাসনের প্রস্তুতি, নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে রোববার জরুরি বৈঠক হয় কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে।

ওই বৈঠকের পর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার নূরুল আলম নেজামী বলেছিলেন, “২২ অগাস্ট প্রত্যাবাসন নিয়ে আমরা ইতোমধ্যে প্রস্তুতি শেষ করেছি। এখন শেষ পর্যায়ের কাজ চলছে।”

তবে একইদিন ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক  বলেন, “বিষয়টি (প্রত্যাবাসন) এখনও আলোচনার টেবিলে রয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া, যে কোনো সময় শুরু হবে।”

বাংলাদেশ সময়: ১১:০৭:২৯   ৪৩০ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ