প্রিয়োর খোঁজে - আবুল আফসার

Home Page » সাহিত্য » প্রিয়োর খোঁজে - আবুল আফসার
বুধবার, ১৪ আগস্ট ২০১৯



লেখক ও তার প্রিয়ো

কৈশোর পেরিয়ে যৌবন পদার্পনে
বুঝলাম, কে যেন খুঁজছে আমায়
আমি ও খুঁজছি আজ অব্দি
দেখা পাচ্ছি না তাহার।

কোথায় তুমি হে প্রিয়ো
খুঁজছি আশেপাশে
দেখছি হাজারো অচেনা মুখ
প্রয়োজন নেই যাদের আমার কাছে।

দিনের পরে দিন, তার পর মাস
এ ভাবে ফি বছর ধরে
আজো খুঁজে ফিরছি তোমায়
যেমন দেখছি মনের আয়নাতে।

সুন্দর তনু মায়াবী চাহনি
ডাগর কালো দুটি চোখ
ছলছল আঁখিতে তাকিয়ে আছো
অথচ আমি দেখছি না তোমাকে।
অবশেষে ভাবলাম, আশেপাশে নেই
তাতে হয়েছে বা কি,
খুঁজবো তোমায় ধরিত্রীর সকল প্রান্তে
যেখানে থাকোনা কেন তুমি?

টেকনাফ থেকে তেতুলিয়া পেরিয়ে
গিয়েছি হিমালয় শৃঙ্গে,
গিয়েছে খুঁজতে সাহারার মরু প্রান্তর ছাড়িয়ে
সুদুর নায়াগ্রা প্রপাতে।

আটলান্টিক পেরিয়ে খুঁজেছি তোমায়
এস্কিমোর বরফ গলা দেশে
সাদা কালো কতো মুখ দেখলাম
শুধু দেখছি না তোমাকে।

কোথায় আছো ওগো প্রিয়ো
আর কতো খুঁজবো প্রহর গুনে,
অপেক্ষায় থাকবো ততো দিন
যতো দিন না তোমার দেখা মিলে।

হবে দেখা হবে একদিন
যখন খুঁজছি দু’জন দু’জনারে
যেমন দেখা হয়েছিলো
খুঁজতে খুঁজতে একদিন
প্রথম মানব মানবি আদম হাওয়ার মাঝে।

বাংলাদেশ সময়: ০:১৫:২৪   ৫৮৫ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ