ভারতীয় সংগঠন কর্তৃক “অমরত্ব সাহিত্য সম্মাননা” পেলেন হাওরকবি জীবন কৃষ্ণ সরকার

Home Page » Wishing » ভারতীয় সংগঠন কর্তৃক “অমরত্ব সাহিত্য সম্মাননা” পেলেন হাওরকবি জীবন কৃষ্ণ সরকার
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৯



হাওরকবি জীবন কৃষ্ণ

 

 

 

 

স্টাফ রিপোর্টারঃভারতের পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ  সাহিত্য গ্রুপ কর্তৃক এ সপ্তাহের অমরত্ব সাহিত্য সম্মাননা পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট হাওরবাদী লেখক হাওরকবি জীবন কৃষ্ণ সরকার।তিনি তাঁর “প্রার্থনা ” কবিতার জন্য এই সম্মাননা পান।জানতে চাইলে হাওরকবি জীবন কৃষ্ণ সরকার বলেন “ এই প্রাপ্তির মধ্য দিয়ে আমি আমার লেখাকে দেশের বাহিরেও পরিচিত করতে পেরেছি এজন্য নিজেকে  আমি খুব আনন্দিত অনুভব করছি।সেই সাথে বিজ্ঞ বিচারক মন্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার কবিতাটিকে সম্মানিত করার জন্য” এসময় তিনি তাঁর লেখালেখির জন্য সকলের কাছে দোয়া/ আশীর্বাদ কামনা করেন।উল্যেখ্য,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে অনার্স/মাস্টার্স করোয়া হালের এই মেধাবী হাওরবাদী লেখক তৃণমূল হাওরের সাহিত্যের উন্নয়নে অনেক বছর যাবত সার্বক্ষিনক কাজ করে যাচ্ছেন।এরই ধারাবাহিকতায় তিনি নিজ জন্মভূমি বংশীকুন্ডায়

গড়ে তুলেছেন একটি সমৃদ্ধ পাঠাগার,প্রতিষ্ঠিত করেছেন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা,হাওরের বিভিন্ন রূপবৈচিত্র,সাহিত্যকে তুলে ধরতে পরিচালনা করছেন ইউটিউব চ্যানেল “স্বপ্নীল হাওর”।চালিয়ে যাচ্ছেন সাপ্তাহিক নিয়মিত সাহিত্য আড্ডা।প্রকাশ করেছেন মাটির পুতুল,হাওরবিলাপ,হাওর মোদের জীবন মরণ নামক তিন তিনটি জনপ্রিয় হাওরকাব্য।

পাঠকদের পাঠের স্বার্থে কবিতাটি নিচে দেয়া হলো-

 

 

 

 

 

প্রার্থনা

 

তুমি আছো প্রভু এ ভব সংসারে

দয়ার কান্ডারি তুমি বলি ফিরে ফিরে

দেখিতে পায়না কেহ থাক নিরাকারে

প্রভু দেখা দাও আমারে।।

 

দ্যুলোকে,ভূলোকে খুঁজি তোমায় পাইবারে

পুরাণ বলে থাকো তুমি বৈকুন্ঠেরো পরে

কোরআন বলে থাকো তুমি সাত আসমান উপরে

যেথায় থাকো আশা মোদের বিপদে পাবো তোমারে

প্রভু দেখা দাও আমারে।।

 

আশরাফুল মাখ্লুকাত আমি পাইতে দিদারে

কোরআন,পুরাণ পাঠ করিলাম তোমায় জানিবারে

জানলাম তোমার বিশ্ব সৃজন ইশারার উপরে

কিঞ্চিৎ ক্ষুন্ন হলে তুমি সবি ভেঙ্গে পড়ে

প্রভু দেখা দাও আমারে।।

 

সুধাকর,প্রভাকর সবে তোমার পূজা করে

অনল,অনিল,গিরি,বারিশ ডাকে করজোড়ে

আকারে সৃজিয়া বিশ্ব র’লে নিরাকারে

যুগে যুগে সাধু,দরবেশ কিঞ্চিৎ জানতে পারে

প্রভু দেখা দাও আমারে।।

 

কেহ করে কীর্তণ, পূজা তোমায় ভজিবারে

কেহ করে যি্কির, নামাজ পড়ে তোমার তরে

কেহ করে গভীর ধ্যান ঘরবাড়ি সব ছেড়ে

আবার ঘটি হাতে কেহ দেশ-বিদেশে ঘুরে,

প্রভু দেখা দাও আমারে।।

 

আল্লাহ্, নানক, যিশু,ঈশ্বর ডাকুক যেই স্বরে

জেনে রেখো সবাই ডাকে শুধুই একজনারে

সেই একজনাই পরম প্রভু দেখো পরখ করে

অধম জীবন ডাকে জেনো কেবল সেই জনারে

প্রভু দেখা দাও আমারে।।

 

বাংলাদেশ সময়: ২৩:২৭:১২   ১২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

Wishing’র আরও খবর


Alex Righetto, a fine arts painter; He Himself
মধ্যনগর উপজেলাবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন
সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
বঙ্গবন্ধুর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা - আলমগীর খসরু
লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল-এর শুভ জন্মদিন আজ
আজ মেজর সুমন তালুকদারের জন্মদিন
শুভ বড়দিন
আমেরিকা থেকে অনুপ্রেরনার সত্য জীবন গল্প শোনালেন বাংলাদেশের গর্বিত সন্তান আমেরিকান নাগরিক বিশ্বসেরা পরিসংখ্যান বিজ্ঞানী প্রফেসর ড. মীর মাসুম আলী
তরুণ প্রজন্মের অহংকার ‘শেখ হাসিনার’ ৭৫তম জন্মদিন আজ
বাউল শাহ আব্দুল করিমের মৃত্যু বার্ষিকী আজ

আর্কাইভ