গাইবান্ধা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

Home Page » আজকের সকল পত্রিকা » গাইবান্ধা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ বন্যার কারণে টানা ২২ দিন বন্ধ থাকার পর গাইবান্ধার বাদিয়াখালি-বোনারপাড়া রেল স্টেশন থেকে সরাসরি ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লালমনি এক্সপ্রেস গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন রেলওয়ে গাইবান্ধা স্টেশনের সহকারী স্টেশন মাস্টার প্রদীপ কুমার মহন্ত।

তিনি বলেন, বন্যার কারণে গাইবান্ধার বাদিয়াখালি রেল স্টেশন এলাকার প্রায় ৭ কিলোমিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে এ রুটে ২২ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় বিকল্প রুটে ট্রেন চলাচল করেছে। ক্ষতিগ্রস্ত রেলপথের সংস্কার কাজ শেষ হওয়ায় ট্রেন যোগাযোগ চালুর সিন্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ঢাকাগামী লালমনি এক্সপ্রেস গাইবান্ধা থেকে বাদিয়াখালি-বোনারপাড়া রুট হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলো। এ রুটে ট্রেন চলাচলে এখন আর কোনও সমস্যা নেই। গাইবান্ধা স্টেশন থেকে অন্য ট্রেনগুলোও এখন নির্ধারিত সময়েই চলাচল করবে।

এর আগে গত ১৭ জুলাই বন্যার পানিতে তলিয়ে যায় গাইবান্ধার বাদিয়াখালি এলাকার রেল লাইন। পানির তোড়ে রেল লাইনের পাথর ও স্লিপার ধসে ৭ কিলোমিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তি পোহাতে হয় উত্তরাঞ্চলের কয়েককটি জেলার মানুষকে। শান্তিপূর্ণ ঈদযাত্রা নিয়ে শঙ্কাও দেখা দেয়। তবে গত ২ আগস্ট ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামত ও কাজের অগ্রগতি পরিদর্শনে এসে ঈদের আগেই ট্রেন চালুর আশ্বাস দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৩৮   ৮৩১ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ