মধ্যনগরে বন্যা পরিস্থিতির অবনতি, চড়ম দুর্ভোগে মানুষ

Home Page » সারাদেশ » মধ্যনগরে বন্যা পরিস্থিতির অবনতি, চড়ম দুর্ভোগে মানুষ
সোমবার, ১৫ জুলাই ২০১৯



মধ্যনগরে বনঅ পরিস্থিতিস্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কিন্তু চড়ম দুর্ভোগে সাধারন মানুষ। রোগ-বালাই এর পাদুর্ভাব বেড়েছে।গত কয়েকদিনের ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মধ্যনগর থানা শতাধিক গ্রাম প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে জীবন-যাপন করছে।
স্থানীয় লোকজনদের সাথে কথা বলার সময় বংশীকুন্ডা (দঃ)ইউনিয়নের আদর্শগ্রাম বাসিন্দা জোসনা বেগম জানান,বন্যার কারনে আমরা চড়ম দুর্ভোগে আছি।আমরা সরকারী কোনো ত্রান পায়নি যার কারনে আমাদের গ্রামে অনেক মানুষ অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছে।
আলমপুর গ্রামের মোঃ ইজাজুল মিয়া জানান,আমাদের গ্রামে নবনির্মিত দোয়াদুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় পানির নিচে ডোবে গেছে। এছাড়াও আমাদের আলমপুুর ইবেতদায়ি মাদ্রাসাটিও প্লাবিত হয়েছে।
বুড়িপত্তন গ্রামের কুদ্রত আলী  জানান, আমরা বন্যায় মারাত্মক ক্ষতির সম্মুখীন।সরকারের পক্ষ থেকে আমরা কোনো ত্রাণ  সহযোগিতা আমরা পায়নি।এছাড়াও আমাদের গ্রামের অনেক মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে।এজন্য সরকারের কাছ বন্যার্তদের জন্য ত্রাণ সহযোগিতা কামনা করছি।

মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার জানান, আমার ইউনিয়নের বন্যায় কবলিতদের মধ্যে ত্রাণ বিতরন করেছি।তবে আরও ত্রাণ সামগ্রী প্রয়োজন। এজন্য আমি ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি।

ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান জানান, বন্যার্তদের মধ্যে আমরা ত্রাণ বিতরন করে যাচ্ছি। যারা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় পর্যায়ে আমাদের মেডিকেল টিম রয়েছে।আমি প্রত্যেক মেডিকেল টিম কে বলে দিচ্ছি চিকিৎসা সেবা দেওয়ার জন্য।

বাংলাদেশ সময়: ১৮:২৮:০৩   ৮১৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ