বজ্রপাতের আঘাতে একদিনে ১০ জনের মৃত্যু

Home Page » জাতীয় » বজ্রপাতের আঘাতে একদিনে ১০ জনের মৃত্যু
শনিবার, ১৩ জুলাই ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ বজ্রপাতে একদিনে ১০ জন নিহত হয়েছেন। শনিবার চার জেলায় বজ্রপাতে এসব প্রাণহানি ঘটে। পাবনার বেড়ায় মারা গেছেন দুই ছেলে ও পিতাসহ চারজন। সুনামগঞ্জের তাহিরপুরে পিতা-পুত্র এবং নেত্রকোনার কলমাকান্দায় এক যুবকের প্রাণ গেছে। এদিকে ময়মনসিংহে নিহত হয়েছেন তিনজন। জেলা ও উপজেলা প্রতিনিধি এবং ব্যুরো অফিস থেকে পাঠানো খবর:

পাবনা অফিস জানায়, পাবনার বেড়া উপজেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চার কৃষক নিহত হয়েছেন। শনিবার বেলা তিনটার দিকে উপজেলার চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাচুরিয়া গ্রামের মোতালেব সর্দার, তার দুই ছেলে ফরিদ সর্দার ও শরিফ সর্দার এবং একই গ্রামের রহম আলী। তারা বাড়ির পার্শ্ববর্তী জলাশয়ে পাট জাগ দিচ্ছিলেন বলে জানান বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী। তিনি জানান, আকস্মিক বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের তাহিরপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামে বৌলাই নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে হারিদুল (৪৫) ও হারিদুলের ছেলে তারা মিয়া (১০)।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য শাহাব উদ্দিন জানান, সকালে একটি ছোট নৌকায় বাবা-ছেলে মিলে বৌলাই নদীতে মাছ ধরতে যায়। পৌনে ৯টার দিকে আকস্মিক বজ্রপাতে তারা ঘটনাস্থলেই নিহত হন।

তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায় বলেন, মানিকখিলা গ্রামে বজ্রপাতে বাবা-ছেলে মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে এনামুল হক (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত এনামুল হক ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, সকালে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে মারাত্মক আহত হন এনামুল হক। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে বজ্রপাতে এনামুলের সঙ্গে থাকা গরুটির কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

ময়মনসিংহ ব্যুরো ও ফুলবাড়ীয়া প্রতিনিধি জানান, ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বজ্রপাতে পয়ারী ইউনিয়নের কৃষক জামাল উদ্দিন (৪০) ও বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের খামার ব্যবসায়ী সোহাগ মিয়া (২২) নিহত হয়েছেন। ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বড়বিলা এলাকায় চৈত বর্মণ (২২) বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। এ সময় তার সহোদর মনীন্দ্র বর্মণ (২৪) আহত হন। ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০:৪৬:৪৩   ১১৩৪ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ