বৃষ্টি বালক ও অভিমানী বালিকা- তাহমিনা বেগম

Home Page » সাহিত্য » বৃষ্টি বালক ও অভিমানী বালিকা- তাহমিনা বেগম
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯



 অভিমানী বালিকা

হে বৃষ্টি বালক এলেই যদি এতো দেরী করে কেন!
গরমে,ক্লান্তিতে যখন জীবনটা হাসফাস করছিল
তোমার জন্য যখন অধীর অপেক্ষায়
রাতদিন চরম নৈরাজ্যতায় অতিষ্ঠ
তুমি পণ করে বসে আছো
রাতের ঘুম করেছ হারাম
হাঁড়কিপ্টেমী করেছ
নিয়েছ কেড়ে
আয়েসী দুপুর।

এলেই তবে সকল ক্লান্তি দূর করবে বলে
বড্ড বেশী এলোমেলো করে দিয়ে
ভেবেছি তোমায় করবো না বরণ
অভিমানী মনকে করেছি শাসণ
সবকিছুর একটা বেলা আছে
তুমি এতো বেখায়ালী কেন!
কতো কতো রাত
দিনমান তোমাকে চেয়েছি
কেঁদেছি না পাওয়ার বেদনায়।

বৃষ্টি বালক আসোনি অভিমানী বালিকার মান ভাঙাতে
হৃদয়ের আকুতির অবসান ঘটাতে
নিজের স্বার্থটাই বড় করে দেখলে!
নিকুচি করি তোমার
বালিকাও কম যায় না আর
দূরত্ব মেনে সেও চলবে
এই পণ তার
বৃষ্টি বালক তোমার বালিকাকে করেছ যখন পর
সেও তোমায় মুক্ত করে দিল পেরিয়ে অভিমানী ঝড়।

সুখে থাকো, সুখে থাকো
নিজেকে নিয়েই ব্যস্ত থেকো
শত আকুলতাকে যখন মাড়াতে পেরেছ
বালিকাও পারবে,পারতে তো হবেই
উপেক্ষা করতে
সে যে শিখেছে তোমারই হতে
কি করে মাড়িয়ে যেতে হয়!
নিজেকে নিয়ে,
তাইতো বালিকাও পেরেছে।

তাহমিনা বেগম

বাংলাদেশ সময়: ১৪:৪৩:২৮   ১৩৯৩ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ