ভোট গণনায় কারচুপির অভিযোগ বিএনপি’র

Home Page » জাতীয় » ভোট গণনায় কারচুপির অভিযোগ বিএনপি’র
শনিবার, ৬ জুলাই ২০১৩



বঙ্গ-নিউজ ডটকমঃ rizvi-12.jpgগাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনায় সরকার সমর্থকরা প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফলাফল পাল্টে দেওয়ার জন্য সরকারি দলের নেতারা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েকটি কেন্দ্রে তান্ডব চালিয়েছে বলেও জানিয়েছেন তিনি।শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ৪র্থ সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

স্থানীয় ৭ টি ভোট কেন্দ্রে ভোট গণনায় প্রভাব বিস্তারের কথা উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, “গাজীপুর ১৭৩, ১৭৪, ১৮১, ২৬৩, ২৬৪ এবং ৩৭৪নং ভোট কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতারা পুলিশের সামনে ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট গণণায় প্রভাব বিস্তার করছে।”

“এছাড়া ৩৭৪ নম্বর ভোট কেন্দ্রে ভোট গণনা ছাড়াই ব্যালট বাক্স পুলিশের গাড়িতে তোলা হয়েছে। জনগণ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও পুলিশ তা মানছে না,” যোগ করেন তিনি।

জনগণের ইচ্ছার প্রতিফলনের সুযোগ যাতে নিশ্চিত করা হয় এজন্য যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান রিজভী।

তিনি এসময় বলেন, “বেশ কয়েকটি কেন্দ্রে ঘোষিত ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নান এগিয়ে গিয়েছেন। এমনকি আজমতের বাড়ির আশপাশের এলাকায়ও মান্নান এগিয়ে রয়েছে।”

ফলাফল যাই হোক না কেন তা গ্রহন করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, “আগে সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা হোক, তারপর বলবো।”

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, খালেদা জিয়ার উপদেষ্টা ড. এ জেড এম জাহিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনসহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:০৬:১৪   ৩৬৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ