মধ্যনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

Home Page » সারাদেশ » মধ্যনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯



মধ্যনগরে ইউপি চেয়ারম্যান অপসারনের তাবিকে মানববন্ধন,স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না কে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে চামরদানী ইউনিয়ন পরিষদের সদস্যরা।
আজ (৪ জুলাই) দুপুর আড়াইটায় মধ্যনগর বাজার শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মাববন্ধনে চামরদানী ইউনিয়ন পরিষদের সদস্যরা ঐ ইউনিয়নের চেয়ারম্যান  জাকিরুল আজাদ মান্নার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত, মাদকাসক্ত,  বিভিন্ন প্রকার অনিয়ম দুর্নীতির অভিযোগ আনা হয়।
অনুষ্ঠিত  মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য ওয়াসিল আহমদ, ইউপি সদস্য আব্দুল মোতালিব, আনিসুজ্জামান, জীবন কৃষ্ণ তালুকদার, সেজুনা আক্তার, খোদেজা বেগম, বকুল তালুকদার, রতন সরকার, দুলাল মিয়া।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ঐ ইউপি সদস্যরা তিনবার চেয়ারম্যানের অপসারনের দাবিতে অনাস্থা প্রস্তাব দিয়েছেন। ২০১৮ সালের ১৪ অক্টোবর ইউপি সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে সর্বশেষ অনাস্থা প্রস্তাব করেন। ইউপি সদস্যদের দেওয়া সর্বশেষ অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তৎকালীন উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বিষয়টি তদন্ত করে ইউপি সদস্যদের পক্ষে প্রতিবেদন দাখিল করেন।গত ২৭ মে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালককে বিষয়টি সরোজমিনে তদন্ত করে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

ইউপি সদস্য সেজুনা আক্তার বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব দ্রুত কার্যকর করে  তাকে অপসারণ করে ইউনিয়নবাসীর উন্নয়নের কাজ করার সুযোগ দিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

’চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না বলেন, ‘তৃতীয়বারের মতো যখন অনাস্থা প্রস্তাব করা হয় তার পরদিন ইউনিয়ন পরিষদে সকল ইউপি সদস্য লিখিতভাবে অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করেন।
বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে, যা সত্য নয়।’ তবে অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করা হয়নি বলে দাবি করেন ইউপি সদস্য ওয়াসিল আহমেদ ও আব্দুল মোতালিব।

বাংলাদেশ সময়: ২২:২৫:৫৩   ১০০৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ