নিম্নচাপের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ

Home Page » আজকের সকল পত্রিকা » নিম্নচাপের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ
সোমবার, ১ জুলাই ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের অর্ধশতাধিক মানুষ টেকনাফে আটকা রয়েছে দু’দিন ধরে। সোমবার সকালেও এই রুটে কোন নৌযান চলাচল করেনি।

এদিকে বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় সেখানে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়ার নৌঘাটে অনেক লোককে ভিড় করতে দেখা যায়। তারা সেন্টমার্টিন যেতে না পেরে আত্মীয়-স্বজন ও টেকনাফের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছেন।

এ প্রসঙ্গে সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান নুর আহমদ বলেন, সাগর উত্তাল থাকায় শনিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে। এছাড়া দুইদিন আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজে আসা অর্ধশতাধিক মানুষ টেকনাফে আটকা পড়েছেন। তারা আত্মীস্বজনসহ কয়েকটি আবাসিক হোটেলে রয়েছেন।

সেন্টমার্টিন-টেকনাফ রুটে নৌযান সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, সাগর উত্তাল থাকায় গত দু’দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালামাল পারাপার, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ফলে এ রুটে রুটে কোনো নৌযান চলাচল করতে পারছে না।

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ রুটে সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাগর শান্ত হলে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:১৮   ৪৮৩ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ