বঙ্গ-নিউজঃবর্তমান চলমান বাজেটের একটি আলোচ্য বিষয় বিদেশ থেকে “শিক্ষক আমদানি” করা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে শিক্ষা ও শিক্ষার উন্নয়ন নিয়ে আপনাদের জাহাজ পরিকল্পনা চলছে।এতই যখন শিক্ষা নিয়ে ভাবছেন তখন একজন ক্ষুদ্র শিক্ষক হিসেবে আপনাদের কাছে আমার কয়েকটি প্রশ্নঃ “শিক্ষা ” বিষয়টি কি শিক্ষক সংশ্লিষ্ট নয়? ছোট বেলায় শুনতাম শিক্ষকের যে দীক্ষা সেটাই শিক্ষা।তাহলে শিক্ষার উন্নয়ন নিয়ে এত ভাবছেন শিক্ষকের জীবন-মান উন্নয়ন নিয়ে কি ভাবছেন তা কি জানিয়েছেন?এত বড়ো মাথা মুডা বুদ্ধিটা যিনি প্রসব করেছেন আমি তাকেই বলছি, ১০০০ টাকায় কোথায় বাড়ি ভাড়া হয় একটু জানাবেন প্লিজ?৫০০ টাকায় চিকিৎসা ভাতা! একটা ডাক্তারের ভিজিটেই তো ৫০০ টাকার উপরে।তাহলে এটা কি দিচ্ছেন শিক্ষকদের? ৩০০ টাকা দিচ্ছেন সারা মাসের নাস্তা খরচ। বিবেকের কাছে জবাব দিন আপনার দৈনিক নাস্তা/আপ্যায়ন খরচ কত?ন্যূনতম পত্রিকা পড়ার সামর্থটুকু থাকলে আপনি খোঁজ নিয়ে জানান বেসরকারি শিক্ষকদের যোগ্যতা আপনার চেয়ে/ সরকারি শিক্ষকদের চেয়ে তিল পরিমান কম কি না? আর শিক্ষক আমদানির কথা বলছেন? আপনি কি কখনো পত্রিকায় চোখ ভুলান? ভুলিয়ে থাকলে দেখে থাকবেন আমাদের ছেলেরা নাসায় নেতৃত্ব দিচ্ছেন।ইউটিউবের আবিষ্কারক আমাদের।অদূর ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেবে আমাদের ছেলেরা।তাহলে কাদের শিক্ষার জন্য শিক্ষক আমদানি করতে চাচ্ছেন? প্রশ্ন করবেন নাসায় যাচ্ছে মেধাবীরা আর বেসরকারি শিক্ষকরা মেধাবীরা নয়।।আমি আপনাকে একটা ওপেন চ্যালেঞ্জ দিতে চাই, আনেন আপনার বিদেশি শিক্ষক আর তাকে দিয়ে একটা ক্লাস করান।দেখি জীবন দক্ষতার দশটি উপাদান সহ শ্রেণী শিক্ষকের বিশটি ক্রাইটেরিয়ার কয়টি ফলো করে ঐ শিক্ষক ক্লাস নেন।তার পর শিক্ষার্থীদের কাছে খোঁজ নিন বিদেশি শিক্ষকের কেমন যোগ্যতা সম্পন্ন!আশা করি ফল পেয়ে যাবেন।বড়ো সখ করে শিক্ষকতাকে ভালো বেশে দেশ সেরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়ে শিক্ষকতায় প্রবেশ করেছিলাম।এখন যা পাচ্ছি তা লিখলে পত্রিকার পাতা শেষ হয়ে যাবে কিন্তু লেখা শেষ হবে না। বলবেন মেধাবী হলে তো ভালো চাকরিই হতো।আমি স্পষ্ট করে বলি আপনাদের এই মানসিকতার জন্যই দেশের শিক্ষার এই অবস্থা। শিক্ষক আমদানি লাগবেনা শুধু মাত্র ঐ ন্যরো মানসিকতাটা বদলান,দেখবেন মেধাবীরা শিক্ষকতায় আসবে,দেশ শিক্ষায় উন্নত হবে।পাশাপাশি আমদানি নয় ভবিষ্যতে শিক্ষক রপ্তানি করতে পারবেন।সন্তানের সাথে সন্তানের মায়ের খোঁজ নিন দেখবেন দেশের শিক্ষার উন্নয়ন নিয়ে জাহাজ পরিকল্পনা করে দেহের ঘাম ঝাড়াতে হবেনা।এমনিতেই তা হয়ে যাবে।আমি কোন এমপি,মন্ত্রি বা কোন মাস্টারপ্লানার নই।তারপরো লিখে রাখুন কথাটা।শিক্ষা নিয়ে যখন এতই ভাবছেন।আশা রাখি কাজে লাগবে।ভালো বেতন হলে মেধাবীরা শিক্ষকতায় আসবে সেই সোজা হিসেবটা মাথায় আসছেনা না? বিদেশ থেকে শিক্ষক আমদানি করবেন ভালো কথা।বিদেশে শিক্ষকদের সর্বোচ্চ বেতন দেয়া হয়,সম্মান দেয়া হয়,বিদেশের এই শিক্ষাটা আমদানি করুন।তাই বলবো শিক্ষক নয় শিক্ষককে সম্মান দেয়ার শিক্ষাটা আমদানি করুন।হলফ করে বলতে পারি শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।ভুটানের প্রধানমন্ত্রী এই দেশে শিক্ষিত হয়ে নিজ দেশে শিক্ষকদের সর্বোচ্চ বেতনভুক্ত করেছে, আমরা কেন তা পারছিনা সেটা নিয়ে একটা বুদ্ধি প্রসব করতে পারলেননা? ৫% ইনক্রিমেন্ট দিয়ে ৪% কর্তন করা হলো পৃথিবীর ইতিহাসে এমন নজির কোথায় আছে একটু বের করে দেখাবেন কি? ইরানের শিক্ষামন্ত্রী শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে না পারায় পদত্যাগ করলেন আর বাংলাদেশে ৪% বেতন কর্তনের পর শিক্ষামন্ত্রী তো দূরের কথা কোন্ বিশিষ্ট নাগরিক দুঃখ প্রকাশ করেছে দেখান? তাই প্লিজ শিক্ষকদের নিয়ে এসব মশকরা বন্ধ করুণ। সময় থাকতে একটু ভাবুন।বর্তমান শিক্ষা বান্ধব সরকার শিক্ষার জন্য অনেক পরিকল্পনা করছেন।কিন্তু কতিপয় মাথামুডা বুদ্ধিজীবির জন্য সকল পরিকল্পনা ভেস্তে যাচ্ছে।তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনাার কাছে আকুল অনুরোধ,আপনিই আমাদের শেষ ভরসা।আপনার মাধ্যমেই শিক্ষকদের একটু বেঁচে থাকার ব্যবস্থা আশা করছি।একযোগে সকল প্রতিষ্ঠান জাতীয়করন করে একটি ইতিহাস সৃষ্টি করুণ। জাতি গঠনের কারিগররা সারা জনম আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।পরিশেষে বলবো, নেপোলিয়ন বলেছিলেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেবো।ঠিক তেমনি আমি ও আজ সকল শিক্ষকদের হয়ে বলতে চাই ” আপনারা শিক্ষকদের সম্মান দিন,শিক্ষকরা আপনাদের একটি সুশিক্ষিত উন্নত সমাজ গড়ে দেবে।
লেখকঃ একটি বেসরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বাংলাদেশ সময়: ৯:০২:৫৯ ৯৯৫ বার পঠিত #কলাম #জীবন কৃষ্ণ সরকার #শিক্ষক আমদানি