বঙ্গ-নিউজঃ আজ বুধবার, ১২ জুন ২০১৯, ২৯ জ্যৈষ্ঠ ১৪২৬, ৮ শাওয়াল ১৪৪০ হিজরি। আজকের এই দিনে পৃথিবীতে ঘটে যাওয়া বিশেষ ঘটনাবলি। ১৪৪২ - রাজা পঞ্চম আলফনসো নেপলস দখল করেন। ১৫৪০ - জুন দক্ষিণ আমেরিকার পুর্বাঞ্চলীয় দেশ চিলি স্পেনীয় উপনিবেশবাদীদের দখলে চলে যায়। ১৬৩৯ - ফ্রান্সের নুরমান্দি প্রদেশের দরিদ্র লোকজন আন্দোলন শুরু করে। ১৬৬৫ - নিউ আমস্টারডামের নাম বদলে নিউ ইয়র্ক রাখা হয়। ১৭১৪ - প্রুশিয়া ও রাশিয়া গোপন চুক্তি করে। ১৮৩৭ - উইলিয়াম কুক ও চার্লস হুইটস্টোন সর্বপ্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ পেটেন্ট করেন। ১৮৩৯ - আমেরিকায় প্রথম বেসবল খেলা হয়। ১৮৬৭ - অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য গঠিত হয়। ১৮৯৭ - কবি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যা । ১৮৯৮ - ফিলিপাইন স্বাধীন হয়। ১৯২৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি বর্বরতার শিকার দিনলিপি লেখিকা আনা ফ্রাংকের জন্ম। ১৯৪৪ - বিশ্বের প্রথম ধরনের ভি-১ ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধে ব্যবহার করা হয়। ১৯৬৪ - রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে সাতজন সংগ্রামীসহ দক্ষিণ আফ্রিকার মুক্তি আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ১৯৭২ - প্রগতিবাদী মারাঠী সাহিত্যিক ডি.ডি তেন্ডুলকারের মৃত্যু। ১৯৭৬ - উরুগুয়েতে সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট জুয়ান বর্দাবেরি ক্ষমতাচ্যুত । ১৯৭৮ - বাংলাদেশে প্রেসিডেন্ট পদে জিয়াউর রহমানের শপথগ্রহণ। ১৯৮২ - পারমানবিক অস্ত্রের বিরুদ্ধে নিউইয়র্কের হাজার হাজার লোক রাস্তায় বের হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ১৯৯০ - বাংলাদেশের জাতীয় সংসদের সংবিধানের দশম সংশোধনী গৃহীত হয়। ১৯৯১ - বেআইনি অস্ত্র রাখার দায়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দশ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। ১৯৯১ - রাশিয়া ফেডারেশনের প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯১ - বরিস ইয়েলেৎসিন রাশিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯৩ - কম্বোডিয়া বিভক্ত হয়ে আলাদা রাষ্ট্র সাম্বেডিয়ার জন্ম। ১৯৯৬ - বাংলাদেশে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করে। ১৯৯৮ - পারমাণবিক পরীক্ষা চালানোর অপরাধে পাকিস্তান ও ভারতকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ঋণদানে নিষেধাজ্ঞা আরোপ। ২০০২ - আন্তর্জাতিক শ্রমসংস্থার (আইএলও) উদ্যোগে প্রথম বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসটি পালিত হয়। ২০০৭ - ফিলিস্তিনের নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার গাজার বাসভবনে অস্ত্রধারীরা রকেট চালিত গ্রেনেড হামলা চালায় ।
জন্মঃ ১১০৭ - চীনের সম্রাট গাওজঙ। ১৮৬০ - আইনজ্ঞ স্যার আশুতোষ চৌধুরীর জন্ম। ১৯২৪ - জর্জ এইচ. ডব্লিউ. বুশ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম রাষ্ট্রপতি এর জন্ম। ১৯৫৭ - জাভেদ মিয়াঁদাদ, পাকিস্তানী ক্রিকেটার এর জন্ম। ১৯৬৪ - আমেরিকান অভিনেত্রী পাওলা মার্শাল এর জন্ম।
মৃত্যুঃ ১৭৫৯ - ইংরেজ কবি উইলিয়াম কলিন্স। ১৯৮৬ - কবি অমিয় চক্রবর্তীর মৃত্যু। ২০০৩ - গ্রেগরি পেক, একজন মার্কিন অভিনেতা এর মৃত্যু।
দিবস:
আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস বিশ্ব রক্তদাতা দিবস
তথ্য সূত্র অনলাইন
বাংলাদেশ সময়: ১৯:৩৬:৫৩ ৪৮৩ বার পঠিত