সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত অর্ধশতাধিক

Home Page » সংবাদ শিরোনাম » সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
শুক্রবার, ৫ জুলাই ২০১৩



th.jpgবঙ্গ-নিউজ ডটকম: (ঢাকা)সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় পুলিশ কর্মকর্তা ও স্কুলছাত্রসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক।

শুক্রবার রংপুর, হবিগঞ্জ, ঢাকার সাভার, মাগুরা, সিরাজগঞ্জ ও লক্ষ্মীপুরের রায়পুরে এসব দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- রংপুর মহানগরীর খামারপাড়া এলাকার মোটরসাইকেল আরোহী রেজাউল করিম ও অপর আরোহী আশরাফুল ইসলাম।

এছাড়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিবপুর গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে আব্দুল মুজিদ (৬৫) ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের ফেস্টু মিয়ার ছেলে নিজাম উদ্দিন (২৫)।

ঢাকার সাভারে দুর্ঘটনা কবলিত আনন্দসুপার পরিবহনের চালক আশুলিয়ার আমবাগ এলাকার কুদ্দুস মিয়ার ছেলে জামিল হোসেন (৩১) ও  টিআর টাভেলসের চালক মনু মিয়া (৪১) ।

মাগুরায় নিহত হয়েছেন নছিমন চালক ইবাদত হোসেন (৩০)। সিরাজগঞ্জে নিহত হয়েছেন শাহাজাদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জামিল হোসেন। তিনি ঝিনাইদহ জেলার মহেশলুটি এলাকার রফবুল হোসেনের ছেলে।

লক্ষ্মীপুরে নিহত হয়েছে স্কুলছাত্র রাব্বি হোসেন (১২)। সে রায়গঞ্জ উপজেলার হায়দরগঞ্জ ঝাউডগী গ্রামের সর্দারবাড়ির আবু তাহের সর্দারের ছেলে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

রংপুর: সকাল সাড়ে ১১টার দিকে নগরীর ধর্মদাস এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটারসাইকেলের চালক রেজাউল করিম ঘটনাস্থলেই মারা যান।

এ সময় গুরুতর আহত অপর দু’জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়া হলে আশরাফুল নামে আরও এক জনের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে- চিকিৎসাধীন অপর জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, এ ঘটনায় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর –ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রংপর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহাবুদ্দিন খলিজা জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হবিগঞ্জ: দুপুর ১টার দিকে মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে টেম্পুযাত্রী মুজিদ ও নিজামের মৃত্যু হয়। এসময় কমপক্ষে ৫ জন আহত হন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

সাভার (ঢাকা): দুপুর ২টার দিকে সাভারে বিএডিসির সামনে ঢাকা-আরিচা মহাসড়কে আনন্দপরিবহনের যাত্রীবিহীন একটি বাস দিক পরিবর্তনের সময় রংপুর থেকে ঢাকাগামী টিআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।

এতে দুটি বাসই পাশের খাদে পড়ে যায়। এ সময় টিআর ট্রাভেলস একটি অটোরিকশাকে চাপা দেয়। দুর্ঘটনায় দুই বাসেরই চালক নিহত হয়েছেন। এছাড়া টিআর ট্রাভেলসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাস দুটি উদ্ধারে কাজ চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

মাগুরা: বেলা ১২টার দিকে মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় যশোর থেকে মাগুরাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী নছিমনের ধক্কা লাগে। একই সময়ে বিপরীত দিক থেকে আসা অপর দুটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত নসিমন ও বাসকে পেছন দিকে আঘাত করে রাস্তার পাশে ছিটকে পড়ে।

এতে নসিমনের চালক ইবাদতসহ কমপক্ষে ১০ যাত্রী ও শ্রমিক আহত হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা ইবাদতকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ: দুপুর ২টার দিকে এএসআই জামিল হোসেন কনস্টেবল শুকুমার রায়কে নিয়ে মোটরসাইকেলে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে যাচ্ছিলেন। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের নুকালিয়ায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।

এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এএসআই জামিলের মৃত্যু হয়। কনস্টেবল শুকুমার রায় গুরুতর আহত হন। পুলিশ ঘাতক বাসটিকে পাবনার আতাইকোলা থেকে আটক করেছে।

রায়পুর(লক্ষ্মীপুর): দুপুরে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে স্কুলছাত্র রাব্বী হোসেন ঝাউডগী বাজারের দিকে রওনা দেয়। শিমুলতলীতে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় লুটিয়ে পড়ে।

পরে মারাত্মক আহতাবস্থায় তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পরেই ট্রলিসহ চালক দ্রুত পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:২১   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ