ফাইনাল খেলতে রাজি ছিল না ভারতীয় দল!

Home Page » খেলা » ফাইনাল খেলতে রাজি ছিল না ভারতীয় দল!
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৩



squad-b-03-06-13.jpgবঙ্গ-নিউজ ডটকম: গত মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০ ওভারে ফাইনাল ম্যাচ খেলতে রাজি ছিল না ভারতীয় দল। বার বার বৃষ্টির কারণে ম্যাচের আয়তন ছোট হয়ে যাওয়ার কারণেই ভারতীয় দল খেলতে রাজি ছিল না বলে জানা গেছে।মূলত আইসিসি’র টেকনিক্যাল কমিটি ধোনির দলের ওপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার পর তারা খেলতে বাধ্য হয়।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র জানায়, এমনকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট এ বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে একটি প্রতিবাদ লিপিও জমা দিয়েছিল।

বিসিসিআই’র একজন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, শেষ পর্যন্ত আইসিসি’র ইচ্ছার কারণে দল খেলতে বাধ্য হয়েছে। সবকিছুর শেষ কথা হলো এটা আইসিসি’র টুর্নামেন্ট। তবে তুমি একটা নিয়ম তৈরি করার পর তুমি তা ভাঙ্গতে পার না।

আইসিসি প্রতিনিধিরা ২০ ওভারের ম্যাচ খেলার জন্য প্রস্তাব দিলে ভারতীয় দল প্রথমে তা প্রত্যাখ্যান করে। টিম ম্যানেজমেন্ট প্লেয়িং কন্ডিশনের কথা উল্লেখ করে এবং নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজন সম্ভব না হলে আইসিসি ট্রফি কিভাবে ভাগাভাগি হবে তা জানতে চায়।

ফাইনালের জন্য কোন সংরক্ষিত দিন না থাকায় আইসিসি প্রতিনিধিরা এরপর টেকনিক্যাল কমিটির কাছে যান। ভারতীয় দলের অসন্তোষ থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বাড়িয়ে দিয়ে ফাইনাল ম্যাচ চালানোর সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৫০   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ