ওয়াটার বাস চালু!

Home Page » এক্সক্লুসিভ » ওয়াটার বাস চালু!
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৩



bjbk.jpegবঙ্গ-নিউজ ডটকম:গাবতলীর ওয়াটার বাস ল্যান্ডিং স্টেশন প্রাঙ্গণে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দ্বিতীয়বারের মতো এ সার্ভিসের উদ্বোধন করবেন। বর্তমানে মোট ৬টি ওয়াটার বাস নিয়ে এ সার্ভিসটি চালু করা হচ্ছে। এর মধ্যে আগের দুটি এমএল বুড়িগঙ্গা ও এমএল তুরাগ রয়েছে। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, পুরনো দুটি ওয়াটার বাসে আসন ছিল ৩৫টি। তবে এবারে নতুন প্রতিটি বাসে ৮১টি আসন রাখা হয়েছে। তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৪টি বাস। পুরনো বাস দুটির নির্মাণ ব্যয় ছিল এক কোটি ১২ লাখ টাকা।
নতুন ওয়াটার বাসগুলোর প্রতিটির দৈর্ঘ্য সাড়ে ১৯ মিটার এবং প্রস্থ সাড়ে ৪ মিটার। যাত্রী ধারণক্ষমতা ৮১ জন। ন্যূনতম গতিবেগ হবে ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল বা ২২ দশমিক ৪৮ কিলোমিটার। প্রতিদিন সকাল ৭টা থেকে এক ঘণ্টা পর পর ওয়াটার বাসগুলো সদরঘাট-গাবতলী রুটে চলাচল করবে। বাসের ভাড়া রাখা হয়েছে সর্বোচ্চ ৪০ টাকা এবং সর্বনিম্ম (একটি ল্যান্ডিং স্টেশন থেকে অন্যটি ১০ টাকা)।

বাংলাদেশ সময়: ২৩:২২:০৩   ৩৯০ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ