ভাঙ্গায় ঈদ উপলক্ষে চরম গরম-বৃষ্টি উপেক্ষা করে কেনাকাটার উপচেপড়া ভিড়

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ঈদ উপলক্ষে চরম গরম-বৃষ্টি উপেক্ষা করে কেনাকাটার উপচেপড়া ভিড়
সোমবার, ৩ জুন ২০১৯



ভাঙ্গায় ঈদ উপলক্ষে চরম গরম-বৃষ্টি উপেক্ষা করে কেনাকাটার উপচেপড়া ভিড়
সাইফুল ইসলাম শাকিল, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- মহান সৃষ্টি কর্তার সন্তুষ্টির জন্য সিয়াম সাধনার মাসব্যাপী মাহে রমজানের সময়ে, গভীর ভাবগম্ভীর্য পূর্ণ পবিত্রতা রক্ষা করার পরে পবিত্র ঈদ-উল ফিতরের উৎসব উদযাপন করা হয়। উৎসব প্রিয় বাংলাদেশে, ইসলাম ধর্মের উৎসব পালনের মধ্যে অন্যতম বড় উৎসব, পবিত্র ঈদ-উল ফিতর একদম সন্নিকটে। উৎসব পালনের উচ্ছাসের অন্যতম বহিঃপ্রকাশ ঘটে, পোশাক-পরিচ্ছদ কেনাকাটায়। গরমের তিব্রতার ফলে দুপুরের দিকে ক্রেতাদের ভিড় না থাকলেও সকাল ও বিকালে ক্রেতাদের লক্ষনীয় পদচারণা ছিল ব্যবসায়ীদের জন্য অনুপ্রেরণা দায়ক। অন্যান্ন সময়ের চেয়ে নিজ ধর্মের প্রতি অনুগত থেকে ও পবিত্রতা বজায় রেখে, রোজার প্রথম ভাগ থেকেই বিভিন্ন দোকানপাট ঘুরে-ফিরে, কেনাকাটায় ব্যস্ত সময় পার করেন অনেক ক্রেতারা। তবে মাহে রমজানের শেষ দিকে চরম গরম ও হঠাৎ বৃষ্টিকে উপেক্ষা করে উপচেপড়া ভিড়ের মধ্যেই কেনাকাটা শেষ করে নিচ্ছেন ঈদ উদযাপনে অংশ গ্রহণে ইচ্ছুক ক্রেতারা। সাধ্যের মধ্যে পছন্দ অনুযায়ী পোশাক-পরিচ্ছদ ক্রয়-বিক্রয়ে, সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতা-বিক্রেতা সকলেই। ফরিদপুরের ভাঙ্গা বাজারে, ক্রেতাদের মধ্যে মারিয়া ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, সাধ্যের মধ্যে পছন্দ অনুযায়ী সব কিছুই ক্রয় করতে পেরে খুশি অনুভব করছি। বিক্রেতাদের মধ্যে খন্দকার গার্মেন্টসের সাইদুজ্জামান লিটু, মিলি গার্মেন্টসের অন্তর, মিয়া ফ্যাশনের জুবায়ের, শতরুপা টেইলার্সের কাফী, মাষ্টার টেইলার্সের রিপন, মোল্লা সু ষ্টোরের আকরাম চরম গরম ও হঠাৎ বৃষ্টি উপেক্ষা করে ক্রেতাদের উপস্থিতির জন্য সন্তুষ্টি প্রকাশ করেছেন। সার্বিক পরিস্থিতির শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের ভূমিকার প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম বলেন, এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সরকারী-বেসরকারী সকল দফতর, ব্যাংক বীমা প্রতিষ্ঠানে লিফলেট সহ চিঠি দিয়ে অবগত করে পর্যাপ্ত সতর্ক থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৩:২৯   ১১৩০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ