নুরুল হক নুরকে ছাত্রলীগ হামলা করেনি,সেখানে শিবিরের লোকজন উপস্থিত ছিল :গোলাম রাব্বনী

Home Page » প্রথমপাতা » নুরুল হক নুরকে ছাত্রলীগ হামলা করেনি,সেখানে শিবিরের লোকজন উপস্থিত ছিল :গোলাম রাব্বনী
বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯



ছবি:ইন্টারনেট থেকে

বঙ্গ-নিউজ: ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরকে ছাত্রলীগ হামলা করেনি। আর ছাত্রলীগ কেন নূরকে হামলা করবে? ছাত্রলীগের কী স্বার্থ আছে? সেখানে শিবিরের লোকজন উপস্থিত ছিল। এ ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়। যেহেতু প্রশ্ন উঠেছে, তাই বিষয়টি আমরা তদন্ত করে দেখব।

শিবিরের লোক থাকার যে দাবি ছাত্রলীগ করছে সে কারণেই হামলা করা হয়েছে কি-না এমন প্রশ্ন জবাবে গোলাম রাব্বানী বলেন, শুনেছি তিনি (ভিপি) রাজনৈতিক দল করবেন এবং সেটা তিনি করতেই পারেন। হামলার সঙ্গে এর কোন সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন, বগুড়ার ঘটনায় তারা স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করবেন ও সংগঠনের কেউ জড়িত থাকলে তারা ব্যবস্থা নেবেন। কোন ছাড় নয়। শুধু শুধু ছাত্রলীগকে দোষারোপের করা উচিত নয় বলেও জানান তিনি।

ডাকসু ভিপির জনপ্রিয়তায় ছাত্রলীগ ভীত হয়ে পড়ছে কিংবা নির্বাচনের পরাজয় মেনে নিতে পারছে ছাত্রলীগ এমন হামলা করছে, এগুলো অতিরঞ্জিত কথা। এর কোন মানে হয় না। নির্বাচনের পর-পরই আমরা (ছাত্রলীগ) ফল মেনে নিয়েছি। তবে কেউ (নূর) যদি বলে তাহলে তো আর কিছু বলার নেই। তবে এসব অভিযোগ প্রত্যাক্ষাণ করছি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে। ছাত্রলীগ ন্যায়ের পক্ষে সর্বদা কাজ করছে, অন্যায়ে কখনও আপোষ করেনি এবং ভবিষ্যতেও আপোষ করবে না। তবে ছাত্রলীগে বিরুদ্ধে অতিরঞ্জিত প্রচারণা প্রকাশ করা হচ্ছে, যা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ডাকসু ভিপি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি ব্রাক্ষ্মণবাড়িয়ায় যেখানে গিয়েছেন সেখানে শিবিরের লোকজনের উপস্থিত ছিল বলে খবর আসছে। আমরা সংগঠন থেকে কোনভাবেই কোন বাধা বা হামলার কোন নির্দেশনা দেইনি।

সেখানে হয়তো শিবিরের লোক থাকায় কোন ঘটনা ঘটেছে। আর বগুড়ার ঘটনার খবর আমরা শুনেছি। আমাদের কেউ তাতে জড়িত ছিল না। তারপরেও আমরা নিজ থেকেই তদন্ত করব।

বাংলাদেশ সময়: ১৮:২৩:০২   ৬৩২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ