আজ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ,পূর্ণাঙ্গ শক্তি নিয়ে নামছে টাইগাররা

Home Page » ক্রিকেট » আজ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ,পূর্ণাঙ্গ শক্তি নিয়ে নামছে টাইগাররা
মঙ্গলবার, ২৮ মে ২০১৯



ছবি:ইন্টারনেট থেকে

বঙ্গ-নিউজ< আর মাত্র তিনদিন পরই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। চূড়ান্ত পর্বের আগে দলগুলো ব্যস্ত সময় পার করছে প্রস্তুতি ম্যাচে।

পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে রবিবার (২৬ মে) বিশ্বকাপের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টি বাগড়ায় ওয়ার্মআপ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এদিকে বিশ্বকাপের মূল মঞ্চের লড়াই শুরুর আগে দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার (২৮ মে) ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ওয়েলসের কার্ডিফের সোফিয়া গার্ডেনস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি মাঠে গড়াবে।

দুই দলের শেষ দেখায় অবশ্য শেষ হাসিটা হেসেছিল ভারতই। তবে এবার নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশও।

ত্রিদেশীয় সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক শিরোপা জিতেছে টাইগাররা। সেটিও আবার অপরাজিত থেকে।

টাইগার বোলাররা আছেন দারুণ ফর্মে আর ব্যাটসম্যানদের ব্যাটেও আসছে ধারাবাহিক রান। সব মিলিয়ে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ আছে দুর্দান্ত ফর্মে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকার কথা ছিল অলরাউন্ডার সাকিব আল হাসানের। আরেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও ছিল শঙ্কা। দুজনই ইনজুরির কারণে সম্পূর্ণ ফিট ছিলেন না। তবে ভারতের বিপক্ষে সম্পূর্ণ ফিট হয়েই মাঠে নামতে পারেন এই দুই টাইগার।

অন্যদিকে টাইগার ম্যানেজমেন্ট আছে এক মধুর সমস্যায়। সাত নাম্বারে টাইগারদের হয়ে নিয়মিত খেলে আসছেন সাব্বির রহমান। তবে ত্রিদেশীয় সিরিজে মোসাদ্দেক হোসেনের সৈকতের দায়িত্বশীল ব্যাটিং এবং কার্যকরী অফ স্পিনের জন্য দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন তিনিও। মূল আসরে ম্যানেজমেন্ট দুজনকে খেলাতে পারবেন না একসাথে। একজনকে চান্স পেতে হলে খারাপ খেলতে হবে অপরজনকে। তবে, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দেখা যেতে পারে দুজনকেই।

অন্যদিকে অনেকটা মুদ্রার অপর পিঠ দেখছে বিরাট কোহলির দল। অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে ২-০ তে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে সিরিজ হেরেছে। আর নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অনেকটা নাকানি চুবানি খেয়ে হেরেছে ভারত। ট্রেন্ট বোল্ট এবং জেমস নিশামের বোলিং তোপের সামনে পড়ে মাত্র ৩৯ রানে ভারতের টপ অর্ডারের চার ব্যাটসম্যান ফিরে যান ড্রেসিং রুমে। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানরা দলের হাল ধরলে শেষ পর্যন্ত ১৭৯ রানে থামে ভারতীয় ইনিংস। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়েই জয় তুলে নেয় কিউইরা।

ইনজুরির কারণে কিউইদের বিপক্ষে খেলতে নামেননি ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্কর। বাংলাদেশের বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে কিনা তা নিয়েও কোনো কথা বলেনি ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট।

আদতে প্রস্তুতি ম্যাচ হলেও একে অপরকে ছাড় দিতে নারাজ দু’দলই। ভৌগলিক অবস্থান পাশাপাশি হওয়ায় দুদেশের দ্বৈরথটা বেড়ে যায় সব সময়। হোক সেটা প্রস্তুতি ম্যাচ কিংবা বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। এ ম্যাচে টাইগাররা নিজেদের সেরা একাদশ বেছে বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে। আর ভারত চাইবে নিজেদের ধারাবাহিকতা ফিরে পেতে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ৯:৩৬:২৯   ৬০৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ