মন্ত্রিসভায় কাস্টমস আইনে-২০১৯ এর চূড়ান্ত অনুমোদন

Home Page » জাতীয় » মন্ত্রিসভায় কাস্টমস আইনে-২০১৯ এর চূড়ান্ত অনুমোদন
সোমবার, ২৭ মে ২০১৯



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: ‘কাস্টমস আইন-২০১৯’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৭ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, কাস্টমস আইন-১৯৬৯ সালের আইন। সমস্ত ধাপ শেষ করে এটা ২০১৮ সালে সংসদে গিয়েছিল। কিন্তু পাস হওয়ার আগেই সংসদ শেষ হয়ে গিয়েছিল। এ জন্য এটা বাতিল হয়ে গেছে।

একই আইন আবার নতুনভাবে নিয়ে আসা হয়েছে জানিয়ে তিনি বলেন, এটাতে নতুন কিছু নেই। ২০১৮ সালে যেটা ছিল সেটা আবার আজকে নতুনভাবে উত্থাপিত হয় এবং এ আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

এছাড়া সামান্য সংশোধনী এনে বৈঠকে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন (সংশোধন) ২০১৯’ এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলে জানান সচিব।

তিনি বলেন, ২০০২ সালে এ আইন করার সময় আইনের দুই ধারায় বলা হয়, এ আইন ১৭ বছর চলবে। তবে সংশোধনীতে ১৭ বছরের জায়গায় ২২ বছর করা হয়েছে। অর্থাৎ আগামী ২০১৪ সাল পর্যন্ত এ আইন চলবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৩৮   ৫১৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ