বঙ্গ-নিউজঃ পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ইংল্যান্ডে দল গুছিয়ে নেওয়ার ভালো সুযোগ হারিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের একাদশ মোটামুটি সেট আছে। তারপরও দুই-একটি জায়গা নিয়ে প্রশ্ন আছেই। এই যেমন, রুবেল হোসেন খেলবেন নাকি সাইফউদ্দিন। সাতে সাব্বির হোসেন ব্যাটিং করবেন নাকি মোসাদ্দেক হোসেন।
বিশ্বকাপ দলে সাব্বিরকেই মূলত সাতের চিন্তায় নেওয়া হয়েছে। শেষ দিকে দ্রুত রান তুলে দলের সংগ্রহ বাড়াতে কিংবা রান তাড়া করতে দলের ভরসা সাব্বিরের ওপরে। কিন্তু আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মোসাদ্দেক দারুণ এক ইনিংস খেলেছেন। টিম ম্যানেজমেন্ট তাই শুরুর ক’ম্যাচে সাব্বিরের বদলে মোসাদ্দেককে খেলানোর পক্ষে। নাম না প্রকাশের শর্তে বিসিবির একটি সূত্র ক্রিকবাজকে জানিয়েছে বিষয়টি।
বিশ্বকাপ স্কোয়ার্ডে মোসাদ্দেককে নেওয়ার যুক্তিতে বিসিবি’র নির্বাচকরা বলেছিলেন, মাহমুদুল্লাহর কাঁধের ইনজুরি আছে। বিকল্প অলরাউন্ডার চিন্তায় তাই দলে মোসাদ্দেক। মাহমুদুল্লাহর ইনজুরি চিন্তায়ই মোসাদ্দেক বিশ্বকাপ একাদশে ঢুকতে পারেন। কারণ ইনজুরির কারণে মাহমুদুল্লাহ শুরুতে বোলিং করতে পারবেন না। মোসাদ্দেককে তাই একাদশে নেওয়া হতে পারে।
এ নিয়ে মাশরাফিদের প্রধান কোচ স্টিভ রোডস বলেন, ‘মাহমুদুল্লার কাঁধে এখনও সামান্য অসুবিধা আছে। পাকিস্তানের বিপক্ষে সে বোলিং করতে পারতো না। তবে আমরা আশা করছি, বিশ্বকাপের শুরুর দিকেই তার বোলিং পাবো। মাহমুদুল্লাহ বোলিং করতে না পারায় আমাদের দলের সমন্বয়ে একটু ব্যাঘাত ঘটাচ্ছে। তবে ভালো ব্যাপার হলো, সেরে উঠার পর ভালো বোলিং করতে মাহমুদুল্লাহর বেশি অনুশীলন লাগে না।’
ওদিকে মোসাদ্দেক শুধু সাব্বির কিংবা মাহমুদুল্লাহর বিকল্প নয়। অফ স্পিনার মেহেদি মিরাজেরও বিকল্প। মিরাজ খারাপ করলে মোসাদ্দেককে একাদশে দেখা যেতে পারে। ত্রিদেশীয় সিরিজে মোসাদ্দেক আবার সাকিবের জায়গা পূরণ করেছেন। সাতে সাব্বির রহমান যদি অটোমেটিক চয়েজ হন তবে মোসাদ্দেককে অন্যের খারাপ করার অপেক্ষায় থাকতে হবে।
তবে কেউ খারাপ করলে দলে ঢুকবেন এমন চিন্তায় করছেন না মোসাদ্দেক, ‘আমি চাই দলের সবাই ভালো খেলুক। কেউ খারাপ খেলুক আর আমি দলে ডাক পাই এমন চিন্তা করছি না। সব কিছুর ওপরে বাংলাদেশ দল। আমি চাই বাংলাদেশ ভালো খেলুক।’
ইংল্যান্ডের কন্ডিশনে যে কোন স্পিনারের ভালো বোলিং করা কঠিন বলে জানান মোসাদ্দেক, ‘বলে টার্ন কম পাওয়ায় সহজে ব্যাটে আসে। আমি খেললে রান কম দেওয়ার চেষ্টা করবো। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের মতো বিশ্বকাপ একাদশে থাকলে অবদান রাখার চেষ্টা করবো।’
পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা ভেসে যাওয়ায় আফসোস হচ্ছে সাব্বির রহমানের। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ফলত দলে থেকেও সাব্বির নিজেকে ঝালিয়ে নিতে পারেননি, ‘ত্রিদেশীয় সিরিজে টপ অর্ডার ভালো করার আমার ব্যাটিং করতে হয়নি। প্রস্তুতি ম্যাচটা হওয়া তাই খুব দরকার ছিল। ভারতের বিপক্ষে ম্যাচটাও আমার জন্য গুরুত্বপূর্ণ। খেলতে না পেরে একটু হতাশ।’
তবে সাব্বির অনুশীলন করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন, ‘আমি অনুশীলনে বিশ্বাসী। অনুশীলনে ভালো করলে ম্যাচেও ভালো রান পাওয়ার আত্মবিশ্বাস থাকে।’ এছাড়া এখন আগের থেকে সাব্বির চাপ ভালো সামলা দিতে পারেন বলেও উল্লেখ করেন। ২০১৫ বিশ্বকাপে উচ্ছ্বসিতও ছিলেন, আবার আবেগও ছিল তার। তবে এখন পরিণত। কঠিন পরিস্থিতিতে খেলে অভ্যস্ত তিনি। ইংল্যান্ড বিশ্বকাপে তাই ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী সাব্বির।
বাংলাদেশ সময়: ১৬:৪০:০৫ ৬৭০ বার পঠিত #ক্রিকেট #ক্রিকেট বিশ্ব-কাপ #খেলা #বিশ্ব-কাপ #মোসাদ্দেক #সাব্বির